কলকাতা: রোজভ্যালিকাণ্ডে সিবিআইয়ের নজরে এবার আরেক তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ৩ জানুয়ারি তদন্তকারীদের মুখোমুখি হবেন তৃণমূলের লোকসভার নেতা।
তবে সিবিআই সূত্রে দাবি, ৩১ ডিসেম্বর তাদের ফোন করেন সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, ৩ জানুয়ারি হাজিরা দিতে পারবেন না। ১৮ তারিখ হাজিরা দেবেন তিনি।
কিন্তু, ১৮ তারিখ পর্যন্ত সময় দিতে নারাজ সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, ৩ তারিখ সুদীপ বন্দ্যোপাধ্যায় না এলে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে।
অন্যদিকে, তৃণমূল সাংসদের দাবি, ৩ তারিখের হাজিরা পিছনোর আবেদন জানাইনি। ওদের (সিবিআই) সঙ্গে দেখা করে জানতে চাইব, আমার কাছ থেকে ওরা কী জানতে চায়।
সিবিআই সূত্রে দাবি, সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে, সুদীপকে মৌখিকভাবে হাজিরা দিতে বলা হয়েছিল। তখন মৌখিকভাবে তৃণমূলের লোকসভার নেতা জানান, যেতে পারছেন না। পরে যাবেন।
গোয়েন্দা সূত্রে দাবি, সংসদের অধিবেশন শেষ হওয়ার পর, আর তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ করেননি সুদীপ।
এরপর, ২০ ডিসেম্বর তৃণমূল সাংসদকে প্রথম নোটিস পাঠায় সিবিআই। বলা হয়, ২৬ ডিসেম্বর সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে। প্রত্যুত্তরে সুদীপ সিবিআইকে জানান, জানুয়ারি মাসে যাবেন।
২৭ ডিসেম্বর দ্বিতীয় নোটিস পাঠায় সিবিআই। বলা হয়, ৩ জানুয়ারি হাজিরা দিতে হবে। সিবিআই সূত্রে দাবি, ওই দিন যেতে সম্মত হন সুদীপ। এনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, (সুদীপ) বীরের মতো (সিবিআই-এর কাছে) যাবে, বুক ফুলিয়ে যাবে। আমি জানি কী প্রশ্ন করবে। আমি জানি আর কাকে কাকে ডাকবে। আমি উত্তর রেডি করে রেখেছি।
সূত্রের খবর, শেষমেষ মঙ্গলবার সিবিআইয়ের কাছে যাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
আরও সময় চাইলেন সুদীপ, নারাজ সিবিআই, হাজিরা ৩ তারিখেই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Jan 2017 10:37 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -