মুম্বই: ভ্যারাইটি ম্যাগাজিনের তরফে বিনোদন জগতের ৫০০ প্রভাবশালী ব্যক্তির একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন বলিউডের সলমন খান এবং প্রিয়ঙ্কা চোপড়ার নাম। প্রসঙ্গত, ২ ট্রিলিয়ন ডলারের বিনোদন ইন্ডাস্ট্রির পাঁচশো প্রভাবশালী ব্যক্তির নামপ্রকাশ করা হয়েছে ভ্যারাইটির তরফে।

প্রিয়ঙ্কা, সলমন ছাড়া এই তালিকায় যে দশ ভারতীয়র নাম রয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন কর্ণ জোহর, আদিত্য চোপড়া, একতা কপূর, অম্বানি ভাইয়েরা, সিদ্ধার্থ রায় কপূর, পুণীত গোয়েঙ্কা, কিশোর লুল্লা, উদয় শঙ্কর এবং সুভাষ চন্দ্র।

ভ্যারাইটির তরফে তাঁদের টুইটার হ্যান্ডেলে সলমনের এই সাফল্যের খবর পোস্ট করা হয়েছে। সেই সঙ্গে অভিনেতার সাম্প্রতিকতম কাজ সম্পর্কিত তথ্যও দেওয়া আছে। এছাড়া, তাঁর স্বেচ্ছাসেবী সংগঠন বিইং হিউম্যান সম্পর্কেও তথ্য দেওয়া আছে। প্রসঙ্গত, ভ্যারাইটি তাঁদের এই পাঁচশো প্রভাবশালীর তালিকাটি প্রকাশ করেছেন বিনোদন দুনিয়ার বিভিন্ন ব্যক্তির গত এক বছরের কাজের ভিত্তিতে।