মুম্বই: ঐশ্বর্য রাইকে নিয়ে বিতর্কিত মিম শেয়ার করে বিপাকে বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। তিনি সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন। অনুপম খের, সোনম কপূর, উর্মিলা মাতন্ডকরের মতো বলিউড তারকারাও বিবেকের সমালোচনা করেছেন। জাতীয় মহিলা কমিশনও নোটিস পাঠিয়েছে বিবেককে। তবে এই অভিনেতার আগে যাঁর সঙ্গে ঐশ্বর্যর সম্পর্ক ছিল বলে শোনা যায়, সেই সলমন খান এই বিতর্কে জড়াতে নারাজ। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমি আর ট্যুইট নিয়ে মাথা ঘামাই না। আমি আগে ট্যুইট করতাম, কিন্তু এখন আর করি না। তাই কী করে মিম দেখব? আমার কাজে মন দেওয়া উচিত, না মিম দেখা উচিত?’
সলমন এখন তাঁর পরবর্তী ছবি ‘ভারত’-এর প্রচারে ব্যস্ত। এই ছবির বিষয়েই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে অবধারিতভাবেই বিতর্কিত মিম প্রসঙ্গ ওঠে। তবে সলমন এই বিতর্ক এড়িয়ে গেলেন।
আমি নিজের কাজ নিয়ে ব্যস্ত, মিম দেখি না, বিবেক ওবেরয়কে নিয়ে বিতর্ক প্রসঙ্গে মন্তব্য সলমনের
Web Desk, ABP Ananda
Updated at:
21 May 2019 05:42 PM (IST)
সলমন এখন তাঁর পরবর্তী ছবি ‘ভারত’-এর প্রচারে ব্যস্ত। এই ছবির বিষয়েই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -