মুম্বই: ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর (Oscar 2022) মঞ্চে অপ্রত্যাশিত ঘটনা নিয়ে তোলপাড় দুনিয়া। অস্কারের মঞ্চে সঞ্চালক ক্রিস রককে (Chris Rock) চড় মারেন হলিউড তারকা উইল স্মিথ (Will Smith)। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বহু মানুষ নানা মত দিচ্ছেন। কেউ হলিউড তারকা উইল স্মিথকে সমর্থন করছেন। কেউ আবার সঞ্চালক ক্রিস রকের পাশে দাঁড়াচ্ছেন। টলিউড থেকে বলিউড তারকারাও এই প্রসঙ্গে নিজেদের প্রতিক্রিয়া দিচ্ছেন। এবার অস্কারের মঞ্চে চড় কাণ্ডে নিজের মতামত জানালেন বলিউড ভাইজান সলমন খান (Salman Khan)।


সলমন খান। বড় পর্দায় তাঁর জাদু সকলেরই জানা। ছোট পর্দাতেও তিনি একইভাবে জনপ্রিয় এবং সফল। টেলিভিশনের সবথেকে জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস' সঞ্চালনা করে তিনি ছোট পর্দার দর্শকদেরও মনে বহু বছর ধরে জায়গা করে নিয়েছেন। যেহেতু তিনি নিজেও একজন সঞ্চালক, তাই সাম্প্রতিককালে অস্কারের মঞ্চে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনা সম্পর্কে তাঁর অভিজ্ঞতা অন্যরকম। এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে সলমন খানকে প্রশ্ন করা হলে তিনি নিজের প্রতিক্রিয়া দেন।


আরও পড়ুন - Kolkata Police: উইল স্মিথের চড় কাণ্ডকে হাতিয়ার করে সাধারণ মানুষকে বিশেষ বার্তা কলকাতা পুলিশের


সম্প্রতি ২২তম অ্যানুয়াল ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমির সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সলমন খান। সেখানেই তাঁকে উইল স্মিথের চড় কাণ্ড নিয়ে প্রশ্ন করা হয়। সলমন খান বলেন, 'সঞ্চালককে অনেক বেশি সতর্ক থাকতে হবে। হিউমর সবসময় একটা মাত্রায় থাকা প্রয়োজন। কখনও যেন তা মাত্রাছাড়া না হয়ে যায়। আমি অনেক শো সঞ্চালনা করেছি। 'বিগ বস', 'দশ কা দম' এবং আরও অনেক লাইভ শো সঞ্চালনা করেছি। কোথাও কখনও এমন ঘটনা ঘটেনি।'


সলমন খানের সঙ্গে সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মনীশ পল, বরুণ ধবনও। তাঁদেরকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে, মনীশ পল বলেন, 'যখনই আমি মঞ্চে থাকি। কখনও কাউকে কোনও অপ্রীতিকর কথা বলিনি। এটা সবটাই নির্ভর করে নিজের বুদ্ধিদীপ্ত বিবেচনার উপর।'