মুম্বই: বলিউডে দীর্ঘদিন ধরেই রাজত্ব করছেন তিন খান এবং অক্ষয় কুমার। তবে অক্ষুয় কুমার বছরে তিন চারটি ছবি করলেও, তিন খান কিন্তু তাঁদের ছবির সংখ্যা এক বা দুইয়ে কমিয়ে ফেলেছেন। তাই স্বাভাবিকভাবেই তাঁদের প্রতিটি ছবি ঘিরে ভক্তদের আশা তৈরি হয় মারাত্মক।
এছাড়া শাহরুখ, সলমন এবং আমির খান তাঁদের ছবির প্রচারও করেন একেবারে অভিনব কায়দায়, যা থেকে দর্শকদের উত্সাহ আরও দ্বিগুন হয়। এরফলে সকলেরই আশা হয় এই তিন খানের কারও ছবি মুক্তি পেলে হলগুলোতে ভিড় উপচে পড়বে।
তবে আপাতত ইদের আগে মুক্তিপ্রাপ্ত সলমনের ছবি 'টিউবলাইট' সেই আশায় জল ঢেলেছে। 'টিউবলাইট' দেখে ফিল্ম বিশেষজ্ঞ থেকে শুরু করে সলমনের একনিষ্ঠ ভক্ত সকলেই তাঁদের হতাশা প্রকাশ করে ফেলেছেন। সোশ্যাল মিডিয়ায় চলছে 'টিউবলাইট'কে কেন্দ্র করে নানা ঠাট্টা তামাশা।
এদিকে বিশেষজ্ঞরাও ছবিটিকে ১ বা ১.৫ রেটিং দিয়েছেন। গোটা পরিস্থিতি দেখে ভাইজানের মন্তব্য, তিনি বিশেষজ্ঞদের থেকে এর চেয়েও খারাপ রেটিং আশা করেছিলেন। তবে বিশেষজ্ঞরা যাই বলুন, তিনি একটা বিষয় আত্মবিশ্বাসী, বক্স অফিসে ছবিটি ভালই ব্যবসা করবে।
'টিউবলাইট'কে কম রেটিং বিশেষজ্ঞদের, ভক্তরাও হতাশ, পরিস্থিতি দেখে কী প্রতিক্রিয়া সলমনের?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Jun 2017 11:42 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -