কলকাতা: এবার নতুন সমস্যায় সলমন খান (Salmab Khan)। আর সেই সমস্যার শুরু এই বাংলা থেকেই। 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো' (The Great Indian Kapil Show)-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননা করার। আর এবার সেই শো-এর সঙ্গে নাম জড়িয়ে গেল সলমন খানের! অভিযোগ, এই শোয়ের সঙ্গে নাকি যুক্ত রয়েছে সলমন খানের প্রযোজনা সংস্থাও। আর এই অভিযোগ পরিপ্রেক্ষিতে একটি বিবৃতি দেওয়া হল সলমন খানের প্রযোজনা সংস্থার তরফ থেকে। ঠিক কী ঘটেছে? 


সম্প্রতি, বাঙালি কবি ও পরিচালক শ্রীজাত 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-এর একটি বিশেষ এপিসোড নিয়ে অভিযোগ তোলেন। তাঁর অভিযোগ ছিল, 'যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে' গানটির অবমাননা করা হয়েছে। শ্রীজাত জানিয়েছেন, এই এপিসোডে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজল ও কৃতি শ্যানন। পর্বের মাঝামাঝি, কপিলের এক সহকারী শিল্পী বা কৌতুকাভিনেতা কৃষ্ণ অভিষেক উপস্থিত হন মঞ্চে। শ্রীজাত লিখছেন, 'সম্ভবত কাজলকে বাঙালি বংশোদ্ভুত হিসেবে পেয়েই রবীন্দ্রনাথের একটি গানকে মস্করার সরঞ্জাম হিসেবে বেছে নেন। হঠাৎ তো বেছে নেননি, সেভাবেই চিত্রনাট্য সাজানো ছিল। ঠিক কী হয়েছে, কেমনভাবে হয়েছে, এখানে বিস্তারিত বলছি না। কিন্তু ‘একলা চলো রে’ গানটি নিয়ে কৃষ্ণ অভিষেক যে-ব্যাঙ্গাত্মক অঙ্গভঙ্গি ও কথাবার্তার উদ্রেক করেছেন, তা সম্মান ও শালীনতার মাত্রা ছাড়িয়ে বহুদূর চলে গেছে, অন্তত আমার চোখে। পর্বটি যথাস্থানে আছে, কেউ চাইলে দেখে নিতে পারেন, আর যাঁরা ইতিমধ্যেই দেখেছেন, তাঁরা ভালই জানেন।' 


এরপরে ২৪ ঘণ্টা গড়াতে না গড়াতেই আসে উত্তর। কৃষ্ণ অভিষেক এই ধরণেই ব্যাঙ্গ করার জন্য ক্ষমাপ্রার্থনা করেন। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টও শেয়ার করে নিয়েছিলেন শ্রীজাত। আগের পোস্টে তিনি সাত দিন পর্যন্ত সময় দিয়েছিলেন। জানিয়েছিলেন, সাত দিনেও কোনও উত্তর না আসলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। তবে দিন না গড়াতেই উত্তর পেয়ে যান শ্রীজাত। ক্ষমাপ্রার্থনা করেন কৃষ্ণ অভিষেক। তবে এবার সেই ঘটনায় নাম জড়িয়ে গেল সলমন খানের। ঠিক কী অভিযোগ 'ভাইজান'-এর বিরুদ্ধে? 


অভিযোগ, 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো' এর সঙ্গে যোগ রয়েছে সলমনের প্রযোজনা সংস্থার। 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো' -এর প্রযোজক সলমনই! এর ফলে নাকি আইনি নোটিসও পাঠানো হয়েছে সলমনকে। এই অভিযোগের পরে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'সম্পূর্ণ ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে এই আইনি পদক্ষেপ। সলমন এই শো-টি আর প্রযোজনা করেন না। ফলে, কোনও আইনি নোটিশ তাঁকে প্রভাবিত করতে পারবে না'


আরও পড়ুন:Shaktimaan: ৬৬তেও বসন্ত, পর্দায় ফের 'শক্তিমান' হয়েই ফিরছেন মুকেশ খান্না


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।