জোধপুর: চলতি সপ্তাহেই সলমন খানের বিরুদ্ধে কৃষ্ণসার হত্যা মামলার শুনানি হতে চলেছে। ঠিক তার আগেই, বলিউড তারকাকে হত্যার হুমকি দেওয়া হল সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্ট ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
গত ১৬ তারিখ নিজেদের ফেসবুক ওয়ালে একটি পোস্ট করে স্টুডেন্ট অর্গানাইজেশন অফ পঞ্জাব ইউনিভার্সিটি (সোপু)। গ্যারি শুটারের লেখা ওই পোস্টে দেখা যাচ্ছে সলমনের ছবির ওপর ‘X’ চিহ্ন দেওয়া রয়েছে।
সঙ্গে লেখা রয়েছে-- সলমন, আপনি মনে করেন ভারতীয় আইনের হাত থেকে পার পেয়ে যাবেন। কিন্তু, বিশনোই সমাজ ও সোপু পার্টি আপনার মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। সোপুর আদালতে আপনি অভিযুক্ত।
পোস্টে আরও বলা হয়েছে, শহিদদের সেলাম জানান। মহিলাদের সম্মান করুন। জন্তুদের বাঁচান। মাদক এড়িয়ে চলুন এবং গরিবদের সহায়তা করুন।
আগামী শুক্রবার, কৃষ্ণসার হত্যা মামলায় সলমন খানের বিরুদ্ধে শুনানি হওয়ার কথা। তার আগে, এই পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। ইতিমধ্যেই, পুলিশ পোস্টের তদন্ত শুরু করেছে।
জোধপুর পুলিশের ডিসি ধর্মেন্দ্র যাদব বলেন, পুলিশ সতর্ক রয়েছে। এর আগেও, শুনানির সময় যখন সলমন এসেছিলেন, তাঁকে যথাযথ নিরাপত্তার চাদর দেওয়া হয়েছিল। এবারও তার অন্যথা হবে না। তদন্ত শুরু হয়েছে।
এই প্রথম নয়। এর আগে গ্যাংস্টার লরেন্স বিশনোই আদালত চত্বরে পুলিশের সামনেই সলমন খানকে হুমকি দিয়েছিলেন। কৃষ্ণসার হত্যা মামলায় পাঁচ বছরের হাজতবাসের সাজা হয়েছে সলমনের। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
গত শুনানিতে আদালত জানিয়েছিল, যদি অভিনেতা ২৭ তারিখ আদালতে সশরীরে হাজির না হতে পারেন, তাহলে তাঁর জামিন বাতিল করা হবে। সেই জন্যই, আগামী শুনানিতে সলমন উপস্থিত থাকবেন।