মুম্বই: এর আগে খুনের হুমকি দেওয়া হয়েছিল বলিউড অভিনেতা সলমন খানকে। এবার গত মঙ্গলবার ফিল্ম সিটিতে তাঁর শ্যুটিং সেটের কাছে পৌঁছে গেল সশস্ত্র লোকজন। এরফলে বন্ধ করে দিতে হয় তাঁর রেস ৩ সিনেমার শ্যুটিং। পুলিশ প্রহরায় অভিনেতাকে বাড়িতে পৌঁছে দেওয়া হল।
এর আগে বিষ্ণোই সম্প্রদায়ের এক গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই সলমনকে খুনের হুমকি দিয়েছিল। উল্লেখ্য, বিষ্ণোই সম্প্রদায় কৃষ্ণসার হরিনের পূজা করে। গত সপ্তাহের বৃহস্পতিবার কৃষ্ণসার হত্যা মামলায় যোধপুর আদালতে সলমনের হাজিরা ঘিরে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছিল।
গত ১০ বছর ধরে যোধপুর আদালতে কৃষ্ণসার শিকার মামলা চলছে।
গত মঙ্গলবার ফিল্ম সিটিতে সলমনের আগামী সিনেমা রেস ৩-র সেটে পৌঁছয় পুলিশ। পুলিশ সলমন ও প্রযোজক রমেশ তুরানিকে বলে যে, অভিনেতার যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি চলে যাওয়া প্রয়োজন। কয়েকদিন তাঁকে চুপচাপ থাকারও পরামর্শ দেওয়া হয়। ছয়জন পুলিশ কর্মী একটি গাড়িতে প্রহরা দিয়ে সলমনকে বাড়িতে পৌঁছে দেন।
গত বৃহস্পতিবার গ্যাংস্টার লরেন্স হুমকি দেয় যে, যোধপুরে সলমনকে খুন করা হবে..তাহলেই তিনি আমাদের প্রকৃত পরিচয় জানতে পারবেন।
লরেন্স কুখ্যাত গ্যাংস্টার। তার বিরুদ্ধে ২০ টিরও বেশি খুনের চেষ্টা, তোলাবাজি, গাড়িচুরি, ছিনতাই ও অস্ত্র আইনে মামলা রয়েছে।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই হুমকির পরিপ্রেক্ষিতে সলমন নিজেকে মুম্বইতে নিরাপদ মনে করলেও পুলিশ জানতে পারে যে, শহরেই তিন জন তাঁকে খুনের হুমকি দিয়েছে। এরইমধ্যে শ্যুটিং লোকেশনের কাছে কয়েকজনকে বিশৃঙ্খলা তৈরি করতে পাঠানো হয়। সশস্ত্র কয়েকজন সেটের কাছে চলে আসে। বিপদ বুঝে পুলিশ সলমনকে দ্রুত সরিয়ে নিয়ে যায়।
সলমনের প্রতি হুমকিকে গুরুত্ব দিয়েই দেখছে পুলিশ। সিনেমার সেটেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।