লকডাউনের মধ্যে কেন ফিরলেন তিনি মুম্বই? শুরু হয় জল্পনা। কীভাবেই বা ফিরলেন?
দেশজুড়ে লকডাউন শুরু হওয়ার বেশ কিছুদিন আগে থেকেই ফার্ম হাউসে চলে গিয়েছিলেন সপরিবার সলমন। তাহলে এখন ফিরেই বা এলেন কেন?
গুজবে কান দেবেন না। সলমন আছেন পানভেলের ফার্ম হাউসেই। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ফিরে আসেননি তিনি। এবিপি আনন্দকে জানিয়েছেন সলমনের ম্যানেজার জর্ডি পটেল।
সলমন সম্প্রতি 'তেরে বিনা ' বলে একটি রোম্যান্টিক গান প্রকাশ করেছেন। তারপর থেকেই জল্পনা। কিন্তু এই গানটি জ্যাকলিনের সঙ্গে নিজের ফার্ম হাউসেই শুট করেছিলেন সল্লুমিঞা।
হালফিলে ওয়ালুচা ডিসুজার সঙ্গে কথোপকথনে তিনি জানান, শিগগিরি কাজে ফিরতে মন চাইছে।
'বিগ বস'-উপস্থাপক সম্প্রতি গরিব মানুষদের কাছে রেশন পৌঁছে দিতে ফুড ট্রাকের ব্যবস্থা করেছেন। নাম রেখেছেন 'বিইং হ্যাংরি' (‘Being Haangryy’ )। এর আগে ফিল্ম ইন্ডাস্ট্রির দৈনিক বেতন পাওয়া কর্মীদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছিল টাকা।
এবছরই ইদে মুক্তি পাওয়ার কথা ছিল সলমন অভিনীত ছবি 'রাধে: ইয়র মোস্ট ওয়ান্টেড ভাই'। করোনা পরিস্থিতিতে সেই মুক্তি পিছিয়ে যাচ্ছে।