মুম্বই: আর্থিক সমস্যা এবং তাঁর সঙ্গে শারীরিক সমস্যা, দুইয়ে মিলে খুবই সমস্যার মধ্যে রয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী সুনীতা সিরোলে। সম্প্রতি তিনি জানিয়েছেন যে, কী কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাঁকে। শুধু তাই নয়, বর্তমানে তিনি অসুস্থ এবং চিকিৎসা করানোর জন্য কোনও টাকাই তাঁর কাছে আর অবশিষ্ট নেই। এই পরিস্থিতিতেও আর্থিক অবস্থার কথা ভেবে কাজ করতে চান অভিনেত্রী।
৮৫ বছর বয়সী অভিনেত্রী সুনীতা সিরোলে বলছেন, 'অতিমারির পরিস্থিতি শুরু হওয়ার আগে পর্যন্ত আমি কাজ করেছি। কিন্তু তারপর থেকে চরম আর্থিক সঙ্কটের মধ্যে পড়ে গিয়েছি। আমার জমানো যা টাকা ছিল, লকডাউনের সময়ে তা খরচ হয়ে গিয়েছে। দুর্ভাগ্যক্রমে সেই সময়ে কিডনিতে সমস্যা এবং হাঁটুতে অসহ্য ব্যথার জন্য আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়। সেই সময়ে হাসপাতালে দুবার পড়ে যাই এবং আমার বাঁ পা ভেঙে যায়। এরপর থেকে আমি আর বাঁ পা ভাঁজ করতে পারি না।'
সুনীতা সিরোলে জানান, তিনি এতদিন পেয়িং গেস্ট হিসেবে থাকছিলেন। কিন্তু টাকার সমস্যার জন্য সেখানে তিন মাস ভাড়া দিতে পারেননি। এখন তিনি আর এক অভিনেত্রী নূপুর আলঙ্কারের কাছে থাকছেন তিনি। নিজের আর্থিক সঙ্কটের কথা জানানোর পাশাপাশি সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্য়াসোশিয়েসনকে ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী জানান যে, তারাই নূপুরকে অভিনেত্রীর কাছে পাঠান, এবং অসুস্থ থাকাকালীন তাঁর চিকিৎসার ব্যবস্থাও তিনিই করেন।
বর্ষীয়ান অভিনেত্রী বলেন, 'আমার আর্থিক অবস্থা এখন খুবই খারাপ। টাকার জন্যই আমি এখন সুযোগ পেলে কাজ করতে চাই। কিন্তু এখন আমার পায়ের অবস্থাও ভালো নয়। তাই জানি না, আরও কী কী সমস্যার মধ্যে পড়ে হতে পারে। এতদিন বলিউডে কাজ করার পর কখনও ভাবিনি এমন পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে বলে। ২০০৩ সালে আমার স্বামী মারা যান। আমার উপার্যনের সমস্ত টাকাই স্বামীর ব্যবসার কাজে লাগিয়েছিলাম। কিন্তু ওয়্যার হাউজে হঠাৎই আগুন লেগে যাওয়ায় সব শেষ হয়ে যায়।'