মুম্বই: বলিউডের মোস্ট এলিজিব্যল ব্যাচেলার হিসেবে সলমন খানের (Salman Khan) নাম উপরের দিকেই রাখবেন অনুরাগী থেকে দর্শক। বিবাহবন্ধনে এখনও আবদ্ধ না হলেও ভাইজানের প্রেমিকার তালিকা বেশ দীর্ঘ। আর সেই তালিকায় নামগুলিও বিশেষ উল্লেখযোগ্য। ঐশ্বর্য রাই, সঙ্গীতা বিজলানি, সোমি আলি, ক্যাটরিনা কাইফ কিংবা হালের ইউলিয়া। এছাড়া আরও বেশ কিছু নামও উঠে আসে এই তালিকায়। সম্পর্ক ভেঙে গেলেও এঁদের অনেকের সঙ্গে আজও বন্ধুত্ব অটুট তাঁর। সলমন খান কবে বিয়ে করবেন? অভিনেতাকে সামনে পেলে এমন প্রশ্ন কেউই করতে বাকি রাখেন না। কিন্তু কী কারণে এত সম্পর্ক ভেঙেছে সলমন খানের? উত্তর স্বয়ং ভাইজানই সঠিকভাবে দিতে পারবেন। কিন্তু সম্প্রতি সলমনের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ নিয়ে মুখ খুললেন তাঁর প্রাক্তন প্রেমিকা সোমি আলি (Somy Ali)।
নয়ের দশকে অভিনেত্রী সোমি আলির সঙ্গে সম্পর্কে ছিলেন সলমন খান। জানা যায় এমনটাই। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান যে, তাঁরা সম্পর্কে থাকাকালীন একে অপরের সঙ্গে একেবারেই ভালো ছিলেন না। সম্পর্ক সুখের না হওয়ায় তাঁরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। আর ভাইজানের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর আমেরিকায় ফিরে যান সোমি আলি।
আরও পড়ুন - Kapil Sharma OTT Debut: এবার ওটিটিতে কমেডি করতে আসছেন কপিল শর্মা
কেমন ছিল সম্পর্ক? সাক্ষাৎকারে সোমি আলি বলেন, 'সলমনের সঙ্গে যখন ডেটিং করতাম, তখন আমার বয়স সতেরো। 'ম্যায়নে পেয়ার কিয়া' দেখে তিনি সলমনকে ভালোলেগে গিয়েছিল। আমি স্বপ্নেও অভিনেতাকে দেখতাম। এরপরই আমি ভারতে আসার সিদ্ধান্ত নিই শুধুমাত্র ওকে বিয়ে করার জন্য। আমি ভারতে আসার আগে মাকে বলেছিলাম যে, আমি মুম্বই যাচ্ছি সলমনকে বিয়ে করার জন্য। আমার মানিব্যাগেও সলমনের ছবি থাকত। নেপালে একদিন ওর মুখোমুখি বসেছিলাম। ওকে বলি যে, আমি ওকে বিয়ে করার জন্য এসেছি। ও আমাকে বলে ওর প্রেমিকা রয়েছে। আমি উত্তর দিই, তাতে আমার কিছু যায় আসে না। এর এক বছর পর আমাদের সম্পর্ক শুরু হয়। তখন ও প্রথমবার আমাকে ভালোবাসে বলে।'