মুম্বই: প্রতি বছরের মতো গত বছরও বড়দিন আর নিজের জন্মদিন পালন করতে পানভেলের খামারবাড়িতে গিয়েছিলেন সলমন খান (Salman Khan)। আর সেখানেই সাপে কামড়ায় অভিনেতাকে। যদিও দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ায় তাড়াতাড়ি সুস্থ হয়ে যান সলমন। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেতা। তাতে দেখা যাচ্ছে গরমের দুপুরে পানভেলের খামারবাড়িতে কী করছেন তিনি।


খামারবাড়িতে সলমন খান-


এদিন বলিউড ভাইজান সলমন খান তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে দুটি ছবি পোস্ট করেছেন। দুটি ছবিতেই দেখা যাচ্ছে মাথায় টুপি দিয়ে গলা পর্যন্ত জলে ডুবে রয়েছেন তিনি। ছবি পোস্ট করে কোনও ক্যাপশন লেখেননি সলমন। ছবি দেখে বোঝাই যাচ্ছে গরমের দুপুরে জলের মধ্যে ডুব দিয়ে দারুণ উপভোগ করছেন ভাইজান। তবে সলমন কোনও ক্যাপশন না লিখলেও ছবি দেখে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। 



আরও পড়ুন - Bollywood Celebrity Updates: সোনম-রানির সম্পর্ক কেমন? বোঝা গেল অনিল কপূরের স্ত্রীর জন্মদিনের পার্টিতে


প্রসঙ্গত, সম্প্রতি বলিউড অভিনেতা সলমন খানকে (Salman Khan) এবার সমন পাঠিয়েছে আন্ধেরি ম্যাজিস্ট্রেট কোর্ট। ২০১৯ সালে এক সাংবাদিককে নিগ্রহ করার মামলা দায়ের হয় অভিনেতার বিরুদ্ধে। আর সেই মামলার যোগসূত্র ধরেই আগামী ৫ এপ্রিল আদালতে ডেকে পাঠান হল তাঁকে। এএনআই সূত্রে জানা গিয়েছে, বলিউড অভিনেতা সলমন খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৪ এবং ৫০৬ ধারায় অভিযোগ দায়েরের ভিত্তিতে সমন পাঠান হয়েছে। তিন বছর আগের ঘটনা। অশোক পাণ্ডে নামে এক সাংবাদিক বলিউড অভিনেতা সলমন খান ও তাঁর দুই দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন যে, তাঁরা তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করেছেন। তাঁর অভিযোগ, ২০১৯ সালে সাইকেল চালানোরত সলমন খানের ছবি তোলার সময় তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করেন 'বজরঙ্গী ভাইজান' অভিনেতা ও তাঁর দুই দেহরক্ষী। সে বছরই তাঁদের বিরুদ্ধে এইআইআর করেন তিনি। আর সেই অভিযোগের ভিত্তিতেই আন্ধেরি ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে সমন পাঠান হয়েছে অভিনেতাকে।


জানা গিয়েছে, বলিউডে রাজত্ব করাকালীনই এবার তামিল ছবির জগতে আত্মপ্রকাশ হতে চলেছে সলমন খানের। এদিন দক্ষিণী তারকা চিরঞ্জীবী এই খবরের সত্যতা স্বীকার করেছেন। সোশ্যাল মিডিয়ায় সলমন খান (Salman Khan) ও চিরঞ্জীবীর একটি ছবি প্রকাশ করা হয়। যাব় মাধ্যমেই জানা যায়, 'গডফাদার' ছবি দিয়ে তামিল ছবির জগতে আত্মপ্রকাশ হতে চলেছে বলিউডের ভাইজানের।