মুম্বই: আজ প্রকাশ্যে আসতে চলেছে সলমন খানের (Salman Khan) আগামী ছবি 'কিসি কা ভাই কিসি কি জান'-এর (Kisi Ka Bhai Kisi Ki Jaan) প্রথম গান। 'নইয়ো লাগদা' (Naiyo Lagda) গানের টিজার আগেই মুক্তি পেয়েছে নেট দুনিয়ায়। ফলে দর্শকদের উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। ভাইজানের অনুরাগীরা অপেক্ষা করে রয়েছেন গানটি চাক্ষুস করার জন্য। কিন্তু সময়ের যেন শেষই আর হচ্ছে না। অবশেষে জানা গেল আজ ঠিক কখন মুক্তি পাবে এই গান।


এই বিশেষ মুহূর্তে প্রকাশ্যে আসবে 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির প্রথম গান-


'কিসি কা ভাই কিসি কি জান' ছবির প্রথম গান 'নইয়ো লাগদা'। এই গান দিয়ে দীর্ঘদিন বাদ ফের জুটি বাঁধছেন সলমন খান এবং হিমেশ রেশমিয়া। নেট দুনিয়ায় গানের টিজার মুক্তি পেতেই ভাইজানের অনুরাগীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। টিজারেরই ভিউ নজর কাড়ছে। তার সঙ্গে দর্শকদের কমেন্ট। ফলে বোঝাই যাচ্ছে, এই গান নিয়ে তাঁরা কতটা উত্তেজিত হয়ে রয়েছেন। 'কিসি কা ভাই কিসি কি জান' ছবিতে সলমন খানের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে। কাশ্মীর এবং লাদাখের অসাধারণ সমস্ত প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে শ্যুটিং হয়েছে এই গানের। সম্প্রতি সুরকার হিমেশ রেশমিয়া নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করেছেন। পোস্টটিতে তিনি সলমন খানকে ট্যাগ করে লিখেছেন, 'সত্যিই অত্যন্ত উত্তেজিত। ভাইজান কিছু স্পেশালভাবে মুক্তি পেতে চলেছে 'নইয়ো লাগদা'। সূত্র- এটা 'বিগ' হতে চলেছে।' হিমেশ রেশমিয়ার পোস্ট থেকেই আন্দাজ করা যাচ্ছে যে, 'বিগ বস ১৬'র গ্র্যান্ড ফিনালের সময়ই মুক্তি পাবে এই গান। যদিও অফিশিয়ালি তা ঘোষণা করা হয়নি।


আরও পড়ুন - Bigg Boss 16 Grand Finale: কত টাকা পাবেন 'বিগ বস ১৬'র বিজয়ী প্রতিযোগী? সঙ্গে আর কী কী পাবেন?


প্রসঙ্গত,  আজ অবশেষে শেষ হতে চলেছে বিগ বস ১৬। রবিবার সন্ধ্যে সাতটা থেকে শুরু হবে 'বিগ বস ১৬'-র গ্র্যান্ড ফিনালে। শেষ পাঁচ প্রতিযোগী শালিন ভানোত, প্রিয়ঙ্কা চাহার চৌধুরী, অর্চনা গৌতম, শিব ঠাকরে নাকি এমসি স্ট্যানের মাথায় উঠবে বিজয়ীর মুকুট তা দেখার অপেক্ষায় দর্শকেরা। 'বিগ বস সিজন ১৬' যখন শুরু হয়েছিল, তখন জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ের প্রাইজ মানি ছিল ৫০ লক্ষ টাকা। কিন্তু খেলা চলতে চলতে ক্রমশ কমতে থাকে তা। একেবারে শূন্যও হয়ে গিয়েছিল। অবশেষে প্রাইজমানি এসে দাঁড়িয়েছে ২১ লক্ষ ৮০ হাজার টাকায়। অর্থাত, এবার যে প্রতিযোগী 'বিগ বস ১৬' জিতবেন, তিনি এই টাকাটাই পুরস্কারস্বরূপ পাবেন। শুধু তাই নয়। তার সঙ্গে রয়েছে আরও পুরস্কার। জানা যাচ্ছে, একটি দুর্দান্ত বিলাসবহুল গাড়িও পুরস্কার পাবেন বিজয়ী প্রতিযোগী।