মুম্বই: গত বছরের শেষের দিকে শুরু হয়েছিল 'বিগ বস ১৬' (Bigg Boss 16)। মাঝে ফের বাড়িয়ে দেওয়া হয় জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ের সময়সীমা। আজ অবশেষে এই শো শেষ হতে চলেছে। রবিবার সন্ধ্যে সাতটা থেকে শুরু হবে 'বিগ বস ১৬'-র গ্র্যান্ড ফিনালে (Bigg Boss 16 Grand Finale)। শেষ পাঁচ প্রতিযোগী শালিন ভানোত, প্রিয়ঙ্কা চাহার চৌধুরী, অর্চনা গৌতম, শিব ঠাকরে নাকি এমসি স্ট্যানের মাথায় উঠবে বিজয়ীর মুকুট তা দেখার অপেক্ষায় দর্শকেরা। 


'বিগ বস ১৬'র বিজয়ী প্রতিযোগী কী কী পাবেন?


'বিগ বস সিজন ১৬' যখন শুরু হয়েছিল, তখন জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ের প্রাইজ মানি ছিল ৫০ লক্ষ টাকা। কিন্তু খেলা চলতে চলতে ক্রমশ কমতে থাকে তা। একেবারে শূন্যও হয়ে গিয়েছিল। অবশেষে প্রাইজমানি এসে দাঁড়িয়েছে ২১ লক্ষ ৮০ হাজার টাকায়। অর্থাত, এবার যে প্রতিযোগী 'বিগ বস ১৬' জিতবেন, তিনি এই টাকাটাই পুরস্কারস্বরূপ পাবেন। শুধু তাই নয়। তার সঙ্গে রয়েছে আরও পুরস্কার। জানা যাচ্ছে, একটি দুর্দান্ত বিলাসবহুল গাড়িও পুরস্কার পাবেন বিজয়ী প্রতিযোগী।


আরও পড়ুন - Besharam Rang: যদি ছ'য়ের দশকে 'বেশরম রং' মুক্তি পেত, তাহলে গানটি কেমন হত? রইল ভিডিও


প্রসঙ্গত, প্রিয়ঙ্কা চাহার চৌধুরী, শালিন ভানোত, এমসি স্ট্যান, শিব ঠাকরে এবং অর্চনা গৌতমের মধ্যে কে জিতবেন 'বিগ বস ১৬'? তা নিয়ে নেট দুনিয়ায় চলছে নানা জল্পনা। চলছে ভোটিংও। কোথাও দাবি করা হচ্ছে, ছোট পর্দার পরিচিত মুখ প্রিয়ঙ্কা চাহার চৌধুরীই জিতবেন এই শো। কোথাও আবার নাম উঠে আসছে ইন্টারনেট সেনসেশন এমসি স্ট্যান কিংবা 'বিগ বস মরাঠী' জয়ী শিব ঠাকরের। ট্যুইটারে আবার শালিন ভানোতের নামও ট্রেন্ডিংয়ে রয়েছে। কে জিতলেন, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘণ্টা।


অন্যদিকে, আগে জানা গিয়েছিল জানুয়ারি ২০২৩-এ শেষ হবে 'বিগ বস সিজন ১৬'। তবে, জনপ্রিয় এই রিয়েলিটি শো বাড়ানো হয় আরও কয়েকটা সপ্তাহ। সম্প্রতি 'বিগ বস ১৬'র সঞ্চালক হিসেবে 'উইকেন্ড কা ভার' এপিসোডে এসেছিলেন কর্ণ জোহর। তিনিই জানিয়ে দেন যে, ১২ ফেব্রুয়ারি হতে চলেছে এই শোয়ের গ্র্যান্ড ফিনালে। গত কয়েকটা 'উইকেন্ড কা ভার' এপিসোডে সঞ্চালক হিসেবে দেখা যায়নি সলমন খানকে। তাঁর পরিবর্তে প্রথমে সঞ্চালনা করতে দেখা যায় ফারহা খানকে। আর শেষ এপিসোডে সঞ্চালনা করলেন কর্ণ জোহর। সূত্রের খবর, 'বিগ বস ১৬' গ্র্যান্ড ফিনালেতে সঞ্চালনা করবেন সলমন খানই।