মুম্বই: হুমকির পর সলমন খানের (Salman Khan)-এর নিরাপত্তা নিয়ে আরও তৎপর পুলিশ প্রশাসন। গত ১৮ মার্চ, শনিবার একটি হুমকি মেল পায় সলমন খানের টিম। একটি এফআইআরও রুজু করা হয় বান্দ্রা থানায়। আর 'ভাইজান' এর আবাসস্থল বিলাসবহুল গ্যালেক্সি আবাসনে আরও জোরদার করা হয়েছে পুলিশি নিরাপত্তা। ২৪ ঘণ্টা পাহাড়ায় থাকছে পুলিশ, জমায়েত অনুমতি দেওয়া হচ্ছে না অনুরাগীদেরও। 


হুমকি মেল পাওয়ার পরে, সলমনের টিমের তরফে ভারতীয় দণ্ডবিধির ৫০৬(২), ১২০(বি) ও ৩৪ নম্বর ধারায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও, গোল্ডি ব্রার বিরুদ্ধে মামলা হয়েছে। সূত্রের খবর, রোহিত গর্গ নামে জনৈক ব্যক্তি মেলটি পাঠায়। তাতে উল্লেখ করা হয়, কানাডার গ্যাংস্টার গোল্ডি ব্রার সলমন খানের সঙ্গে সরাসরি কথা বলতে চায়। এমনকী সম্প্রতি লরেন্স বিষ্ণোই এক সাক্ষাৎকারে জানিয়েছে, সলমন খানকে খুন করা-ই তার জীবনের লক্ষ্য। 


এই ঘটনার পরে জোরদার করা হয়েছে সলমনের অফিস ও বাড়ির নিরাপত্তা ব্যবস্থা। পুলিশসূত্রে খবর, ২৪ ঘণ্টা ধরে সলমনের আবাসনের ওপর নজর রাখার জন্য মোতায়েন করা হয়েছে ১০ জন কনস্টেবলকে। দফায় দফায় সলমনের অ্যাপার্টমেন্টের ওপর নজর রাখছেন তাঁরা। 'দবং' অভিনেতার আবাসনের সামনে থেকে উধাও অনুরাগীদের ভিড়, উচ্ছ্বাসের সেই চেনা ছবি। নিরাপত্তা বজায় রাখতেই পুলিশের তরফ থেকে আপাতত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অনুরাগীদের জমায়েতের ওপর। অনুমতি ছাড়া প্রবেশের অধিকার পাচ্ছেন না অপরিচিত কোন মানুষই। 


আরও পড়ুন: Anirban-Bhaswar: রহস্য সমাধানে এবার ব্যোমকেশের সঙ্গী ভাস্বর, নতুন দায়িত্ব অনির্বাণেরও


এবিপি নিউজকে এক সাক্ষাৎকার গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই দাবি করেছিলেন, সলমন কৃষ্ণসার হরিণ শিকার করে তাঁর সম্প্রদায়কে অপমান করেছেন। এবিপি নিউজের 'অপারেশন দুর্দান্ত' অনুষ্ঠানে জেল থেকে সাক্ষাৎকার দেন লরেন্স (Lawrence Bishnoi)। খানে খোলাখুলিই সলমনকে হুমকি দিতে শোনা যায় তাঁকে। লরেন্সের আরও দাবি, জাম্বেশ্বরজির মন্দিরে গিয়ে সলমনকে বিষ্ণোই সমাজের মানুষের সামনে হাতজোড় করে ক্ষমা চাইতে হবে। অন্যথায় চরম পরিণতি হবে অভিনেতার।


প্রসঙ্গত, 'হাম সাথ সাথ হ্যায়' ছবির শ্যুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ রয়েছে সলমনের বিরুদ্ধে। লরেন্স আরও বলেন, 'সলমন খানের প্রতি আমাদের সম্প্রদায়ের মধ্যে ক্রোধ আছে। এখন হোক বা পরে, ওঁর অহঙ্কার ভাঙব। ওঁকে আমাদের দেবতার মন্দিরে এসে ক্ষমা চাইতে হবে। যদি আমাদের সম্প্রদায় ওঁকে ক্ষমা করে দেয়, তাহলে আমি কিছু বলব না।'