কলকাতা: আমির খানের (Amir Khan) সঙ্গে ফ্রেমবন্দি 'ভাইজান' সলমন খান (Salman Khan)। সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি দিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন সলমন ও আমির। আজই মুক্তি পেয়েছে সলমন খানের নতুন ছবি  'কিসি কা ভাই, কিসি কি জান' (Kisi Ka Bhai Kisi Ki Jaan)।


ছবি মুক্তির সন্ধেতেই ঈদের উৎসবে সামিল বলিউডের 'ভাইজান'। আমিরের সঙ্গে ছবি শেয়ার করে নেন তিনি। বলিউডের দুই 'খান'-কে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও। এই ছবিতে সলমনের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী পূজা হেগড়ে (Puja Hegde)। এই ছবির পোস্টারে আগেই নজর কেড়েছিল সলমনের নতুন হেয়ারস্টাইল। তাঁর কাঁধ ছাপানো চুল এক নতুন লুক দিয়েছিল অভিনেতাকে। আজ সলমনের নতুন ছবি ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাস, উত্তেজনা রয়েছেই। 


এক বিনোদন সংস্থার খবর অনুযায়ী, সলমন খানের ছবি 'কিসি কা ভাই কিসি কি জান', অগ্রিম বুকিংয়ে তিনটি ন্যাশনাল মাল্টিপ্লেক্সে বুধবার সাড়ে তিনটে পর্যন্ত ২৩ হাজার টিকিট বিক্রি হয়েছে। সলমন খানের ছবির হিসেবে এই সংখ্যা বেশ কম মনে হলেও, একাধিক ট্রেড অ্যানালিস্টের দাবি ইদের আবহে ওয়াক-ইন ক্রাউড পাওয়া যাবে প্রচুর, অর্থাৎ যাঁরা অগ্রিম টিকিট না কেটে দিনের দিন টিকিট কেটেই সিনেমা দেখতে হলে যাবেন। গোটা সপ্তাহান্তের নিরিখে ছবির ভাগ্য় নির্ধারণ করা যাবে।


অন্যদিকে, একাধিক রিপোর্ট এটাও বলছে যে সাম্প্রতিককালের সফল ছবি 'ভুল ভুলাইয়া ২' ও 'আর আর আর'-এর সঙ্গে তুলনা করলে সলমনের এই ছবির অগ্রিম টিকিট বুকিং সংখ্যা অত্যন্তই কম। অন্যদিকে, 'ভোলা', 'শামশেরা', 'ভেড়িয়া' ও 'সম্রাট পৃথ্বীরাজ'-এর মতো সিনেমার নিরিখে সলমনের নতুন ছবির অগ্রিম টিকিট বুকিং সংখ্যা বেশ ভালই।


এই প্রথম ফারহাদ সামজি ও সলমন খান একসঙ্গে কাজ করছেন। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে পরিচালক বলেন, 'সলমন খানের একটি ছবি পরিচালনার জন্য আমি ২০ বছর অপেক্ষা করেছি। 'কিসি কা ভাই কিসি কি জান' পরিবেশনে রক্ত, ঘাম ও চোখের জল গেছে। আমার মনে আছে যখন আমাকে বলা হয়েছিল আমি ছবিটি পরিচালনা করব, আমি যেন হাতে চাঁদ পেয়েছিলাম।'


আরও পড়ুন: Aanjjan Srivastav Exclusive: কাজ করেছেন ভিকি কৌশলের সঙ্গে, বাংলায় ফিরে সৃজিত, কৌশিকের ছবিতে সুযোগ চান অঞ্জন