কলকাতা: পরিবারে এসেছে নতুন সদস্য, পুত্রসন্তানের বাবা হয়েছেন ভিকি কৌশল (Vicky Kaushal)। মা হয়েছেন ক্যাটরিনা কইফ (Katrina Kaif)। সোশ্যাল মিডিয়ায় সেই খবর শেয়ার করে নিয়েছিলেন ভিকি আর ক্যাটরিনা ২ জনেই। সেই পোস্টে নাকি কমেন্ট করেছেন সলমন খান (Salman Khan)! একটা সময়ে, সলমনের সঙ্গে সম্পর্ক ছিল ক্যাটরিনার! অভিনেত্রী বলিউডে পা রাখার সময়ে, প্রথম অভিনয় করেছিলেন সলমন খানের সঙ্গে। সেই সময় থেকেই তাঁদের প্রেমের শুরু। 

Continues below advertisement

দীর্ঘ সময়ের জন্য সম্পর্কে ছিলেন সলমন আর ক্যাটরিনা। তবে এরপরে ক্যাটরিনার সঙ্গে সলমনের সম্পর্ক ভেঙে যায়। রণবীর কপূরের (Ranbir Kapoor) সঙ্গে সম্পর্কে জড়ান ক্যাটরিনা। এরপরে অবশ্য তাঁদের সম্পর্ক ও ভেঙে যায়। এরপরেই ভিকি কৌশলের সঙ্গে সম্পর্কে জড়ান ক্যাটরিনা, সেই সম্পর্ক পরিণতি পায় বিবাহে। সদ্যই সন্তানের বাবা মা হয়েছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট শেয়ার করে নিয়েছেন তাঁরা। আর সম্প্রতি, সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরে বেড়াচ্ছে একটি স্ক্রিনশট। সেখানে দেখা যাচ্ছে, সলমন খান মন্তব্য করেছেন, 'এই সমস্ত ব্যক্তিগত ব্যাপার সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করাই উচিত।'

গোটা বিষয়টাই ভুয়ো আর স্ক্রিনশটটি বানানো। সলমন গোটা বিষয়ে কোনও মন্তব্যই করেননি। অবশ্য বিয়ের পরেও সলমনের সঙ্গে অভিনয় করছেন ক্যাটরিনা। সেই ছবির জন্য সলমনের সঙ্গে প্রচার ও করেছেন তিনি। তবে শোনা যায়, ভিকি কৌশল নাকি সলমনের সঙ্গে ক্য়াটরিনার এই সিনেমা করা একেবারেই পছন্দ করছিলেন না। সেই কারণে, ক্যাটরিনা আর সিনেমা করেননি সলমনের সঙ্গে। বিয়ের পরে অবশ্য রুপোলি পর্দার কাজ এমনিতেই কমিয়ে দেন ক্যাটরিনা। ভিকি অবশ্য একের পর এক সিনেমায় কাজ করেছেন।

Continues below advertisement

 ২০২১ সালের ডিসেম্বর মাসে গাঁটছড়া বেঁধেছিলেন ক্যাটরিনা ও ভিকি। ২০২৪ সাল থেকে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে সিনেদুনিয়ায় জল্পনা শুরু হয়। সেপ্টেম্বর মাসে সেই সুসংবাদ সোশ্যাল মিডিয়াতেই ভাগ করে নেন ভিকি। অবশেষে দিলেন সেই সুসংবাদ।  ভূমিষ্ঠ হল ভিকি ক্যাটরিনার পুত্র সন্তান।  ৪২ বছর বয়সে মা হলেন ক্যাটরিনা।  

এ বছর মা-বাবা হয়েছে একাধিক তারকা দম্পতিই। ১৯ অক্টোবর অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং রাজনীতিবিদ রাঘব চাড্ডার পুত্র সন্তান জন্ম নেয়। সোশ্যাল মিডিয়ায় এই খবরটি ভাগ করে নেন দম্পতি। গত  ২৪ মার্চ  কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী আথিয়া শেট্টি। ইনস্টাগ্রাম পোস্টে তিনি জানান, তাঁদের  মেয়ের  নাম ইভারা। গত  ১৫ জুলাই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা আডবাণী। সিদ্ধার্থ মলহোত্র লেখেন,  "আমাদের হৃদয় পূর্ণ এবং আমাদের পৃথিবী চিরতরে বদলে গেছে"।