মুম্বই: সলমন খানের আসন্ন ও পরবর্তী সব ছবির বিশ্বব্যাপী সম্প্রচার সত্ত্ব পেল অ্যামাজন প্রাইম ভিডিও। এর জন্য সোমবার বলিউড সুপারস্টারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে এই অনলাইন ভিডিও সংস্থা। পাশাপাশি, অভিনেতার প্রযোজিত সব ছবির সত্ত্বও পাবে অ্যামাজন।
চুক্তি অনুযায়ী, প্রেক্ষাগৃহে মুক্তির পর প্রথমে সলমনের ছবি ভক্তরা দেখতে পাবেন অ্যামাজন প্রাইম ভিডিও-তে। তার অন্তত দুমাস পর ছবির স্যাটেলাইট সহ অন্য যে কোনও সত্ত্ব বিক্রি করা যাবে। অর্থাৎ, অ্যামাজন প্রাইম ভিডিও-তে মুক্তির ২ মাস পর বেসরকারি মুভি চ্যানেল সহ অন্যান্য মাধ্যমে ছবিটি মিলবে।
জানা গিয়েছে, প্রথম ‘টিউবলাইট’ দিয়ে অ্যামাজনে প্রাইম ভিডিও-তে সলমন খানের আত্মপ্রকাশ ঘটছে। পাশাপাশি, এখানে বর্তমানে মিলবে ‘বজরঙ্গী ভাইজান’, ‘কিক’, ‘জয় হো’, ‘হিরো’। এছাড়া, ভবিষ্যতে দেখা মিলবে অভিনেতার আগামী ছবিগুলিও।
এদিন ৫১ বছরের অভিনেতা এক বিবৃতি দিয়ে বলেন, অ্যামাজন প্রাইম ভিডিও ২০০টি দেশ বা অঞ্চলে পৌঁছয়। আমি এর সঙ্গে যুক্ত হতে পেরে খুশি। সলমনের মতে, এর ফলে ভারতীয় সিনেমার পরিধি আরও বৃদ্ধি পাবে।
তিনি যোগ করেন, ভারতীয় সিনেমার অনুগামীরা আমার ছবিগুলিকে নতুন প্ল্যাটফর্মে দেখতে পাবেন। আর এই প্ল্যাটফর্ম নতুন ভক্তদের সাহায্য করবে ভারতীয় সিনেমাকে নতুন রূপে আবিষ্কার করার।
অ্যামাজন ভিডিও ইন্ডিয়ার অধিকর্তা নিতেশ কৃপলানীর মতে, সলমন শুধুমাত্র ভারতের বড় তারকাই নন, বিশ্বের অন্যতম জনপ্রিয় অভিনেতাও বটে। ফলে, তাঁর সঙ্গে চুক্তি করতে পেরে আমরা খুশি।
অ্যমাজন প্রাইম ভিডিও-র এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান জেমস ফ্যারেল বলেন, কোনও বড় অভিনেতার সঙ্গে এধরনের বিশ্বব্যাপী চুক্তি এই প্রথম। তিন যোগ করেন, ভারতে অ্যমাজনের জন্য বিশাল বাজার রয়েছে।
প্রসঙ্গত, আরেকটি অলনাইন ভিডিও স্ট্রিমিং সাইট নেটফ্লিক্স চুক্তি করেছে বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের সঙ্গে।