বাড়িতে গণেশ বরণ মা সলমার, প্রতি বছরের মতো এবারও পুজোয় মাতলেন সলমনের বোন অর্পিতা
বলিউড অভিনেতা সলমন খানের ছোট বোন অর্পিতা খান শর্মা প্রতি বছরের মতো এবারও গণেশ পূজোয় সামিল হলেন। (Photo Credit: Manav Manglani)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅর্পিতা নিজেই গণেশের মূর্তি বাড়িতে নিয়ে এলেন।(Photo Credit: Manav Manglani)
তাঁর মা সলমা বাড়িতে বরণ করেন গণেশের মূর্তিকে। (Photo Credit: Manav Manglani)
উপস্থিত সবাইকে সাগ্রহে অপেক্ষা করতে দেখা যাচ্ছে। (Photo Credit: Manav Manglani)
গণেশের মূর্তি বরণ করছেন সলমা। (Photo Credit: Manav Manglani)
সেখানে ছিলেন অর্পিতার দিনি অলভীরাও।(Photo Credit: Manav Manglani)
অর্পিতা গণেশের এই মূর্তিকেই পূজোর জন্য নিয়ে আসেন। (Photo Credit: Manav Manglani)
প্রতি বছর অর্পিতা ধূমধাম সহকারে গণেশ চতুর্থী পালন করেন। (Photo Credit: Manav Manglani)
(Photo Credit: Manav Manglani)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -