কলকাতা: ফারহাদ সামজি পরিচালিত 'কিসি কা ভাই কিসি কি জান' (Kisi Ka Bhai Kisi Ki Jaan) ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২১ এপ্রিল। তবে ভক্তদের মধ্য়ে ইতিমধ্য়েই ছবি নিয়ে উন্মাদনার পারদ চড়ছে। সম্প্রতি প্রকাশ্য়ে এল নতুন খবর। জানাযাচ্ছে, ১৪৪ মিনিটের সলমন খানের (Salman Khan) এই ছবি UA সার্টিফিকেট পেল।
প্রসঙ্গত, গতকালই মুক্তি পেয়েছে এই ছবির নতুন গান, 'ও বল্লে বল্লে' (O Balle Balle)। লম্বা চুল, কালো মেরুনের জমকালো জ্যাকেটে এই গানে নজর কেড়েছেন ভাইজান। ১ ঘণ্টায় ইউটিউবে (YouTube) এই গান আড়াই লক্ষ ভিউজ ছাড়িয়েছিল।
মুক্তির আগে একের পর এক গান, ট্রেলারে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি করেছে সলমন খানের নতুন ছবি 'কিসি কা ভাই কিসি কি জান'। প্রথম গানে যেমন সলমন খানের (Salman Khan) সঙ্গে পূজা হেগড়ের প্রেম কাহিনি গড়ে ওঠার আভাস মিলেছিল, এই গানে তেমনই ছবিতে তাঁর বাকি তিন বন্ধুর প্রেমের ঝলক দেখা যাবে। সুখবীরের কণ্ঠে ও তাঁরই সঙ্গীত পরিচালনায় তৈরি হয়েছে এই গান।
আরও পড়ুন...
Dhadak 2: কর্ণ জোহরের ছবিতে জুটি বাঁধছেন সিদ্ধান্ত চতুর্বেদী ও তৃপ্তি দিমরি
এটি মূলত পাঞ্জাবী গায়ক সুখবীর সিংহের পুরনো হিট গান 'বল্লে বল্লে'র নতুন ভার্সন। গানে দেখা যাচ্ছে সলমন খান (Salman Khan), শেহনাজ গিল, রাঘব জুয়াল, পালক তিওয়ারি, ভিনালি ভাটনগর, সিদ্ধার্থ নিগম ও জসসি গিলকে।
গানের শুরুতেই সলমন খানকে (Salman Khan) দুর্দান্ত স্টেপে নাচ করতে দেখা যাচ্ছে। শেহনাজ ও রাঘব, পালক ও জসসি ও সিদ্ধার্থ ও ভিনালির প্রেমের ঝলকও মিলেছে। এই গানের কথা লিখেছেন কুমার (Kumar)। গানের মূল উপাদান পাঞ্জাবী বিট।
পুরনো গান নতুন করে তৈরির ব্যাপারে সুখবীর বলেন, 'সলমন (Salman Khan) চেয়েছিলেন দুটো গান "দিল করে" ও "বল্লে বল্লে" ব্যবহার করে একটা পুরো নতুন গান তৈরি করতে এবং সেই থেকেই "বল্লে বল্লে"র রিমেক তৈরি হয়েছে। প্রথম গানটি পাঞ্জাবীতে গেয়েছিলাম কিন্তু পরের গানটি গেয়েও আমি খুবই আনন্দ পেয়েছি। লিরিক্স ও গানের ধরনের সঙ্গে খাপ খাইয়ে পাঞ্জাবী বিট ঢোকাতে হয়েছে।' এই গানের বাড়তি লিরিক্স নাকি লিখেছেন সলমন (Salman Khan) নিজেই।
দর্শকের এই ছবি কেমন লাগে এখন অপেক্ষা সেটাই দেখার।