মুম্বই: বলিউড অভিনেতা সলমন খানকে (Salman Khan) এবার সমন পাঠাল আন্ধেরি ম্যাজিস্ট্রেট কোর্ট। ২০১৯ সালে এক সাংবাদিককে নিগ্রহ করার মামলা দায়ের হয় অভিনেতার বিরুদ্ধে। আর সেই মামলার যোগসূত্র ধরেই আগামী ৫ এপ্রিল আদালতে ডেকে পাঠান হল তাঁকে। এএনআই সূত্রে জানা গিয়েছে, বলিউড অভিনেতা সলমন খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৪ এবং ৫০৬ ধারায় অভিযোগ দায়েরের ভিত্তিতে সমন পাঠান হয়েছে।


তিন বছর আগের ঘটনা। অশোক পাণ্ডে নামে এক সাংবাদিক বলিউড অভিনেতা সলমন খান ও তাঁর দুই দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন যে, তাঁরা তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করেছেন। তাঁর অভিযোগ, ২০১৯ সালে সাইকেল চালানোরত সলমন খানের ছবি তোলার সময় তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করেন 'বজরঙ্গী ভাইজান' অভিনেতা ও তাঁর দুই দেহরক্ষী। সে বছরই তাঁদের বিরুদ্ধে এইআইআর করেন তিনি। আর সেই অভিযোগের ভিত্তিতেই আন্ধেরি ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে সমন পাঠান হল অভিনেতাকে।


আরও পড়ুন - Godzilla vs Kong: আসছে 'গডজিলা ভার্সেস কং' ছবির সিক্যুয়েল


সাংবাদিক অশোক পাণ্ডের অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, ২০১৯ সালের ২৪ এপ্রিল সলমন খান সাইকেল চালাচ্ছিলেন। ওই সাংবাদিক জানান, সেই সময় তিনি এবং তাঁর ক্যামেরাম্যান গাড়ির মধ্যে ছিলেন। তাঁরা ভাইজানকে দেখতে পান। অভিনেতার দেহরক্ষীদের থেকে অনুমতি নিয়েই তাঁরা সলমন খানের ভিডিও এবং ছবি তুলতে শুরু করেন। তাঁর অভিযোগ, তাঁরা যখনই অভিনেতার ছবি তুলতে শুরু করেন, সেই সময় সলমন খানের দেহরক্ষীরা তাঁদের গাড়ির কাছে আসেন এবং তাঁকে ধাক্কা মারতে শুরু করেন। অভিনেতাও এসে তাঁর হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেন।


অশোক পাণ্ডে বলেছেন, 'আমরা আমাদের মোবাইল ফোন থেকেই সলমন খানের ছবি তুলছিলাম। হঠাৎই সলমন সাইকেল ঘোরান এবং তাঁর দেহরক্ষীদের ইঙ্গিত করেন। ওঁর দেহরক্ষীরা এসে আমার ক্যামেরাম্যানকে ধাক্কা মারেন। এবং আমাদের গাড়িটিকেও ধাক্কা মারেন। ওঁদের সঙ্গে আমাদের উত্তপ্ত কথপোকথন হতে থাকে। সেই সময় সাইকেল নিয়ে সলমনও চলে আসেন। আমরা ওঁদের বলি যে আমরা সংবাদমাধ্যম থেকে এসেছি। সলমন বলেন, 'তাতে কিছু যায় আসে না।' যখনই আমি এরপর ১০০ নম্বরে ফোন করতে শুরু করি, সলমনের দেহরক্ষীরা আমাদের ফোন ফিরিয়ে দেন।' তিনি আরও অভিযোগ জানিয়েছেন যে, এরপর তিনি আদালতের দ্বারস্থ হন কারণ, পুলিশের পক্ষ থেকে তাঁর এই অভিযোগ খারিজ করে দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানান হয় যে, এই ঘটনায় কোনও অপরাধ নেই।