মুম্বই: নিজের সঞ্চালিত ‘বিগ বস-১১’ শুরু করার আগে কিছুদিনের জন্য আড়ালে থাকতে চাইছেন সলমন খান।
খবরে প্রকাশ, গত এক বছর ধরে শ্যুটিংয়ের ব্যস্ততায় কার্যত নিঃশ্বাস ফেলতে পারেননি এই বলিউড তারকা। ‘টিউবলাইট’-এর কাজ শেষ হতে না হতেই ‘টাইগার জিন্দা হ্যায়’-এর শ্যুটিং শুরু করে দেন তিনি।
এখন সেই কাজও প্রায় শেষের পর্যায়ে। এখন ছোট পর্দায় কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে ‘বিগ বস সিজন ১১’-এর কাজ। সেটা শেষ হলেই আবার রেমো ডি’সুজা পরিচালিত ‘রেস ৩’-এর কাজ হবে।
তাই, ‘সল্লু মিয়াঁ’ ঠিক করেছেন, রিয়ালিটি শোয়ের আগে কিছুদিনের জন্য নিজেকে পানভেলের খামারবাড়িতে নিজেকে গৃহবন্দি করে রাখবেন। শোনা যাচ্ছে, সেখানে, হর্স রাইডিং, পেন্টিং এবং পরিবারের সঙ্গে সময় কাটাবেন সলমন।