মুম্বই: জনপ্রিয় রিয়েলিটি শো (Bigg Boss) 'বিগ বস'-এর শুরু থেকে সঞ্চালনা না করেননি বলিউড ভাইজান সলমন খান (Salman Khan)। কিন্তু পরে সঞ্চালক হিসেবে শুরু করলেও জনপ্রিয়তা তাঁকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে যে, আজ অনুরাগী এবং শোয়ের দর্শকদের কাছে 'বিগ বস' এবং সলমন খান, নামদুটো যেন সমার্থক শব্দ হয়ে গিয়েছে। গত এগারোটা সিজন ধরে সঞ্চালক হিসেবে দেখতে দেখতে দর্শকরাও আর হয়তো তাঁকে ছাড়া 'বিগ বস' ভাবতেই পারেন না। সদ্যই শেষ হল 'বিগ বস ওটিটি'। ওটিটি প্ল্যাটফর্মে আয়োজিত জনপ্রিয় রিয়েলিটি শোয়ে প্রথম দিকে দর্শকরাও ভেবেছিলেন, ওখানেও হোস্ট হিসেবে দেখা যাবে ভাইজানকে। কিন্তু পরে জানা যায় কর্ণ জোহর সঞ্চালনা করবেন। সদ্যই তার গ্র্যান্ড ফিনালেও হয়ে গেল। যেখানে 'বিগ বস ওটিটি'-র বিজয়ী হলেন দিব্যা আগরওয়াল।


আরও পড়ুন - Urvashi Routela Upcoming Movie: আগামি ছবির জন্য মার্শাল আর্টস শিখছেন উর্বশী রাউতেলা


খুব শীঘ্রই আসতে চলেছে 'বিগ বস সিজন ১৫' (Bigg Boss 15)। আর তা নিয়ে এখন থেকেই উচ্ছ্বসিত দর্শকরা। শোনা যাচ্ছে অক্টোবর মাস থেকেই শুরু হয়ে যাবে জনপ্রিয় এবং বিতর্কিত রিয়েলিটি শো। যেখানে ফের বহু তারকাকে দর্শকরা একটা ঘরের মধ্যে প্রতিযোগী হিসেবে দেখতে পাবেন।


আরও পড়ুন - Bigg Boss OTT Winner: কে জিতলেন 'বিগ বস ওটিটি'র ট্রফি? অবশেষে জানা গেল বহু প্রতীক্ষিত বিজয়ীর নাম


জনপ্রিয়তার নিরিখে 'বিগ বস'-এর সঞ্চালকদের তালিকায় যেমন শীর্ষে থাকবেন সলমন খান, তেমনই এখনও পর্যন্ত সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়া সঞ্চালকও সেই ভাইজানই। জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তাঁর পারিশ্রমিকও। সম্প্রতি সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে, আগামি সিজনে প্রতি সপ্তাহে ২৫ কোটি টাকা পারিশ্রমিক নিতে চলেছেন তিনি। অর্থাৎ, ১৪ সপ্তাহে মোট ৩৫০ কোটি টাকা পারিশ্রমিক নেবেন সলমন খান। যদিও ভাইজান বা বিগ বস কর্তৃপক্ষ কারও কাছ থেকেই অফিশিয়ালি এই খবর জানা যায়নি।