মুম্বই: অপেক্ষার অবসান ঘটল। অবশেষে জানা গেল বহু প্রতীক্ষিত 'বিগ বস ওটিটি'-র (Bigg Boss OTT) বিজয়ীর নাম। গ্র্যান্ড ফিনালেতে পাঁচ জন প্রতিযোগী রিয়েলিটি শোয়ের খেতাব জেলার দৌড়ে ছিলেন। শমিতা শেট্টি, রাকেশ বাপাট, নিশান্ত ভট্ট, দিব্যা আগরওয়াল এবং প্রতীক সেহজপাল। অবশেষে জানা গেল সেই প্রতিযোগীর নাম যিনি ছ সপ্তাহ ধরে অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে লড়াইয়ে শুধু টিকে থাকলেন না। অনুরাগীদের ভোট তাঁকে শোয়ের ট্রফিও জিতিয়ে দিল।
বেশ কয়েকটি সূত্রে জানা যাচ্ছিল যে, 'বিগ বস ওটিটি'-র ট্রফি জিতেছেন আর কেউ নন, দিব্যা আগরওয়াল। অভিনেত্রী গওহর খানও নিজের টুইটারে এমনটাই পোস্ট করেছেন। দিব্যা আগরওয়ালকে শুভেচ্ছা জানিয়ে নিজের টুইটার হ্যান্ডলে পোস্ট করেছেন অভিনেত্রী।
সূত্রের খবর, দিব্যা আগরওয়াল বিজয়ী হয়েছেন। পাশাপাশি দ্বিতীয় হয়েছেন নিশান্ত ভট্ট এবং শমিতা শেট্টি রয়েছেন তৃতীয় স্থানে।
প্রসঙ্গত, গ্র্যান্ড ফিনালের সকাল থেকেই বিতর্কিত এবং জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস ওটিটি'র কে বিজেতা হবেন, তা নিয়ে রীতিমতো অনলাইন ভোটও শুরু হয়ে গিয়েছিল। যেখানে অনুরাগীরা নিজেদের নিজেদের পছন্দের প্রতিযোগীকে ভোট দিতে পারছেন।বহু অনলাইন পোর্টালের করা বিভিন্ন পোল-এ জানা গিয়েছে ব্যাপক সংখ্যক ভোট পেয়েছেন দিব্যা আগরওয়াল। যদিও এই ভোট দেওয়া ব্যবস্থা একেবারেই বিনোদনের জন্য। অবশেষে তাঁর অনুরাগীদের আশা পূরণ হল। তিনিই জিতলেন 'বিগ বস ওটিটি'র বিজয়ীর খেতাব। তবে দিব্যা আগরওয়াল যে শুধু ট্রফি জিতলেন, তা নয়। ট্রফির পাশাপাশি ২৫ লক্ষ টাকাও পুরস্কারস্বরূপ জিতেছেন তিনি। ভুট-এর পক্ষ থেকে অফিশিয়ালি জানানো হল যে 'বিগ বস ওটিটি'র ট্রফি জিতলের দিব্যা আগরওয়াল।
আরও পড়ুন - Shilpa Shetty Social Post: 'নতুন শেষ', শিল্পার ইনস্টাগ্রাম স্টোরিতে বিচ্ছেদের ইঙ্গিত?
আরও পড়ুন - ২০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন সোনু সুদ ও তাঁর সহযোগীরা! অভিযোগ আয়কর দফতরের