মুম্বই: সলমন খান ভেবেছিলেন, ৬২-র ভারত-চিন যুদ্ধের পটভূমিকায় টিউবলাইট তাঁর কেরিয়ারের মাইলস্টোন হয়ে থাকবে। কিন্তু বক্স অফিসে টিউবলাইট জ্বালাতে দর্শকরা আগ্রহী হননি মোটেই, ছবিটি ফ্লপ হয়েছে, বিরাট লোকসান খেয়েছেন পরিবেশকরা।


এই পরিস্থিতিতে পরিবেশকদের পাশে এসে দাঁড়িয়েছেন সলমন স্বয়ং। জানিয়েছেন, তিনিই পরিবেশকদের সব লোকসান পুরিয়ে দেবেন। জানা গিয়েছে, এ জন্য তাঁর খরচ হবে ৩৫ কোটি টাকা।

ছবির জন্য ডিস্ট্রিবিউটরদের যা লোকসান হয়েছে এই ৩৫ কোটি তার অর্ধেক। মনে করা হয়েছিল, ইদের বাজারে সুপারহিট হবে টিউবলাইট কিন্তু প্রথম সপ্তাহের শেষে মাত্র ৬৪.৭৭ কোটি টাকার ব্যবসা করেছে সেটি। সলমনের ছবির ক্ষেত্রে এই পরিসংখ্যান ভাবাই যায় না।

জানা গিয়েছে, জুলাইয়ের শেষেই সলমনের ওই টাকা ফিরিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু তখন তিনি আইফা অ্যাওয়ার্ডস নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।