মুম্বই: মাত্র কয়েকদিন হল মুক্তি পেয়েছে সলমন খানের (Salman Khan) নতুন ছবি 'অন্তিম - দ্য ফাইনাল ট্রুথ' (Antim: The Final Truth)। করোনা পরিস্থিতিতে  দীর্ঘদিন সিনেমাহল বন্ধ থাকায় ওটিটি প্ল্যাটফর্মই ছবি মুক্তির একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছিল। ভাইজানের আগের ছবি 'রাধে'ও মুক্তি পায় ওটিটিতে। যদিও ছবিটি প্রত্যাশা মতো ব্যবসা করতে পারেনি। তাই পরবর্তী ছবি 'অন্তিম' মুক্তি পায় সিনেমাহলেই। এই ছবিতে ভাইজানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে তাঁর ভগ্নিপতী আয়ুষ শর্মাকে। 


নতুন ছবি 'অন্তিম - দ্য ফাইনাল ট্রুথ'-র প্রোমোশনে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হচ্ছেন সলমন খান। ছবির প্রোমোশনের জন্য এখন আহমেদাবাদে রয়েছেন অভিনেতা। তাই কাজের ফাঁকে সময় পেতেই সবরমতী আশ্রমে চলে গেলেই ভাইজান। সম্প্রতি নেট দুনিয়ায় একটি ছবি পোস্ট হয়েছে। যেখানে সলমন খানকে দেখা যাচ্ছে, সবরমতী আশ্রমে গিয়েছেন তিনি। এবং সেখানে একটি 'চরকা'র সামনে বসে বোঝার চেষ্টা করছেন, কীভাবে এটি ঘোরে।


আরও পড়ুন - এবার পরিবারের কোন সদস্যকে লঞ্চ করতে চলেছেন সলমন খান?


নীল জিনসের সঙ্গে হালকা সবুজ রঙের টি শার্টে একইরকম আকর্ষণীয় বলিউডের ভাইজান সলমন খান। 'দবং' তারকাকে দেখা যাচ্ছে মেঝেতে বসে 'চরকা' কীভাবে ঘোরে সে সম্পর্কে আশ্রমের এক ব্যক্তির থেকে জ্ঞান সঞ্চয় করতে। এরপর তিনি নিজে হাতেও চরকা ঘোরানোর চেষ্টা করেন।




প্রসঙ্গত, দীর্ঘদিন বাদে সিনেমাহলে ছবি মুক্তি পেয়েছে সলমন খানের। 'অন্তিম দ্য ফাইনাল ট্রুথ' ছবিতে ফের অ্যাকশন অবতারে দর্শকের সামনে ধরা দিয়েছেন ভাইজান। সঙ্গে ছবিতে অন্য মাত্রা যোগ করেছেন আয়ুষ শর্মা। বক্স অফিস কালেকশনও প্রথম থেকেই ভালো দিকে রয়েছে মহেশ মঞ্জরেকর পরিচালিত এই ছবি। এই ছবিতে সলমন খান, আয়ুষ শর্মা ছাড়াও গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করেছেন মহিমা মকওয়ানা। ভাইজানের ছবি মুক্তি পেতেই উচ্ছ্বসিত অনুরাগীরা সিনেমাহলের মধ্যেই বাজি ফাটাতে শুরু করেন। এমন খবর জানতে পেরে অনুরাগীদের এমন কাজ করতে নিষেধও করেছেন ভাইজান।