কানপুর: আজাজ পটেল (Ajaz Patel) ও রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। এই দুই নাম হয়তো অনেকদিন ভুলতে পারবেন না ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কানপুরের গ্রিন পার্কে পঞ্চম দিনের ধুলো ওড়া পিচে শেষ উইকেটে দুরন্ত লড়াই করে নিশ্চিত পরাজয় রুখে দিলেন নিউজিল্যান্ডের (Ind vs NZ) দুই টেল এন্ডার। ৫২ বলে অবিচ্ছেদ্য ১০ রানের পার্টনারশিপ গড়লেন। এবং সেটা এমন একটা সময়, যখন আলো পড়ে আসছে। প্রত্যেক ওভারের শেষে লাইটমিটার বার করে আলো মাপছেন আম্পায়াররা। আর ক্ষুধার্ত দেখাচ্ছে ভারতের স্পিন ত্রয়ী আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা ও অক্ষর পটেলকে।
যাবতীয় প্রতিকূলতা সামলে নিউজিল্যান্ডকে ১৬৫/৯ স্কোরে পৌঁছে দেন আজাজ ও রচিন। ভারতের বিরুদ্ধে প্রবল চাপের মুখেও টেস্ট ম্যাচ ড্র করল নিউজিল্যান্ড। সেই সঙ্গে দেখিয়ে দিল, কেন তারা বিশ্বের সেরা টেস্ট দল। কেনই বা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মুকুট রয়েছে তাদের দখলে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ চলে এসেছিল ভারতের সামনে। তবু শেষ পর্যন্ত হতাশ হতে হল অজিঙ্ক রাহানেদের। দিনের শুরুতেই টম ল্যাথামকে ফিরিয়ে দেন অশ্বিন। তারপর ম্যাচে দাপট ভারতীয় স্পিনারদেরই। বিশেষ করে রবীন্দ্র জাডেজা। যিনি আচমকাই জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন দেশকে।
একসময় তাঁকে টেস্ট দলের উপযুক্ত মনে করা হতো না। দল থেকে বাদও পড়েছিলেন। মুখে কিছু বলেননি রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ফিরে গিয়েছিলেন ঘরোয়া ক্রিকেটের আঁতুরঘরে। রঞ্জি ট্রফিতে একের পর এক পাঁচ উইকেটের স্পেল। সঙ্গে ট্রিপল সেঞ্চুরি। জবাব বলতে, প্রত্যেক ম্যাচের পর পাঁচ উইকেট নেওয়া বলটির সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন জাড্ডু। যেন নীরব প্রতিবাদ। বুঝিয়ে দেওয়া যে, আমি বড় মঞ্চে সফল হব। শুধু সময়ের অপেক্ষা।
সেই সময় যে এসেছে, তা সোমবার হাড়ে হাড়ে টের পেলেন নিউজিল্যান্ডের ক্রিকেটারেরা (India vs New Zealand)। কানপুরের গ্রিন পার্কে পঞ্চম দিনের পিচে জাডেজার ঘূর্ণির সামনে আত্মসমর্পণ করলেন একের পর এক কিউয়ি ব্যাটার। জয়ের জন্য ২৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড শেষ করল ১৬৫/৯ স্কোরে। সৌরাষ্ট্রের অলরাউন্ডার নিলেন ৪ উইকেট। তাঁর শিকারের তালিকায় কেন উইলিয়ামসন, রস টেলর, কাইল জেমিসন ও টিম সাউদি।
তবু কিউয়ি টেল এন্ডারদের দাপটে ম্লান হল জাডেজার লড়াই। ম্যাচ ড্র রেখেই মুম্বই পাড়ি দিতে হচ্ছে রাহানে-চেতেশ্বর পূজারাদের।