সুশান্তের মৃত্যুর পর থেকে বলিউডের যে তারকারা সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন, তাঁদের অন্যতম সলমন। বিহারের মুজফফরাবাদ আদালতে সলমন, কর্ণ জোহর, একতা কপূরদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কয়েকদিন আগে পটনার কার্গিল চকে সলমন ও কর্ণের কুশপুতুল দাহ করেছে জন অধিকার স্টুডেন্টস কাউন্সিল। সোশ্যাল মিডিয়ায় সুস্মিতা সেন অভিনীত ওয়েব সিরিজের প্রচার, তীব্র সমালোচনার মুখে সলমন খান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Jun 2020 02:49 PM (IST)
সুশান্তের মৃত্যুর পর থেকে বলিউডের যে তারকারা সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন, তাঁদের অন্যতম সলমন।
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার পর থেকেই বলিউডে স্বজনপোষণ, তারকাদের ঘনিষ্ঠদের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় সুস্মিতা সেন অভিনীত ওয়েব সিরিজ ‘আর্য’-র প্রচার করে নেটিজেনদের রোষের মুখে পড়লেন সলমন খান। অনেকেই তাঁর তীব্র সমালোচনা করছেন। গতকাল ট্যুইটারে একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন সলমন। এই ভিডিওতে তিনি সবাইকে ‘আর্য’ দেখার আহ্বান জানান। একইসঙ্গে তিনি লেখেন, ‘আর্যকে স্বাগত জানাতে হবে। দুর্দান্ত প্রত্যাবর্তন এবং অসাধারণ শো। সুস্মিতাকে অভিনন্দন জানাই।’ এরপরেই অনেকে তাঁকে কটাক্ষ করেছেন। একজন লেখেন, ‘আঙ্কল, আপনি যদি সরে যান, তাহলে আমাদের মতো বাচ্চারা প্রতিভার পরিচয় দিতে পারব।’ অন্য একজন লেখেন, ‘আপনি একজন খুনি।’ অপর একজন লেখেন, ‘এখন আপনার কেরিয়ার বিপদের মুখে।’