মুম্বই: আগে থেকে কোনও ইঙ্গিত ছিল না। আচমকাই অনুরাগীদের সারপ্রাইজ দিলেন সলমন খান। নিজের পরের ছবি, ‘Battle of Galwan’-এর ঘোষণা করলেন, প্রকাশ করলেন ছবির ফার্স্ট লুকও। ২০২০ সালে লাদাখে ভারত ও চিনের মধ্যে সংঘাতই ছবিতে তুলে ধরবেন পরিচালক অপূর্ব লাখিয়া। এই প্রথম কোনও সত্য ঘটনা নিয়ে তৈরি যুদ্ধ-পরিস্থিতির ছবিতে অভিনয় করছেন সলমন। ছবিতে তাঁর বিপরীতে চিত্রাঙ্গদা সিংহকে দেখা যেতে পারে। (Salman Khan)
চলতি মাসেই ছবির শ্যুটিং শুরু হচ্ছে। লাদাখেই শ্য়ুটিং করবেন সলমন। ছবির ফার্স্ট লুকে সলমনকে সেনার উর্দি পরে দেখা যাচ্ছে। চেহারায় ক্ষত, রক্তের চিহ্ন রয়েছে। পেরেক গাঁথা মুগুর দেখা যাচ্ছে কাঁধের উপর। ছবির ফার্স্ট লুক দেখে উচ্ছ্বসিত সলমনের অনুরাগীরা। খরা কাটিয়ে ফের তিনি বক্স অফিসে ঝড় তুলবেন বলে আশাবাদী সকলে। ‘ভাই ফের বক্স অফিস জয় করতে আসছেন’ বলে সোশ্য়াল মিডিয়ায় লিখতে শুরু করেছেন অনেকে। (Battle of Galwan)
ভারতের ইতিহাসে ‘গালওয়ান’ অধ্য়ায় অত্য়ন্ত গুরুত্বপূর্ণ। ২০২০ সালে ভারত ও চিনের মধ্যে সীমান্ত সংঘাত চরমে পৌঁছয়। সেই সময়, সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ফুচ উচ্চতায় দুই দেশের বাহিনী পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গোলাগুলি না চললেও, হাতাহাতি, পেরেক গাঁথা মুগুর দিয়ে চিনা বাহিনী আঘাত করে ভারতীয় জওয়ানদের। সবমিলিয়ে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হন। পাকিস্তানের তরফে চার জন শহিদ বলে জানানো হলেও, বাস্তবে সংখ্যাটা কত, সেই নিয়ে মতভেদ রয়েছে।
গালওয়ান সংঘর্ষ নিয়ে ভারত ও চিনের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনও শুরু হয়। ভারতের দাবি ছিল, গালওয়ান উপত্যকায় দারবুক-শাইওক-দৌলত বেগ ওল্ডি রোডের সঙ্গে একটি বিমানঘাঁটিকে রাস্তার মাধ্যমে জুড়তে গেলে, তাতে বাধা দেয় চিন। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকার উপর অধিকার নিয়েও বিরোধ দেখা দেয়। গালওয়ান সংঘর্ষের পর দফায় দফা বৈঠক হয় দুই দেশের মধ্যে। তবে উত্তেজনা কাটলেও, সীমান্ত সংঘাত নিয়ে সমাধান বেরোয়নি এখনও পর্যন্ত।
তবে সলমনকে ছবিতে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা। গত কয়েক বছরে বক্স অফিসে তেমন সাফল্য পাননি সলমন। এই ছবি সেই খরা কাটাতে পারে কিনা, সেদিকে তাকিয়ে সকলে।