বার্মিংহাম: এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে রান পেলেন না যশস্বী জয়সওয়াল । ২২ বলে ২৮ রান করে ফিরলেন । তবে একটি মাইলফলক তৈরি করলেন তিনি । তাঁর টেস্ট কেরিয়ারে ২,০০০ রান পূর্ণ করেছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ।

তিনি বার্মিংহাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০ রান করার সঙ্গে সঙ্গেই এই কীর্তি গড়েছেন । জয়সওয়াল এখন টেস্ট ক্রিকেটে দ্রুততম ২,০০০ রান করা ভারতীয় ব্যাটারদের তালিকায় প্রথম স্থানে চলে এসেছেন । তিনি ৪০ ইনিংসে এই স্থানে পৌঁছেছেন, তবে তিনি এতগুলি ইনিংসে ২,০০০ রান করা একমাত্র ব্যাটার নন । তাঁর আগে বীরেন্দ্র সহবাগ এবং রাহুল দ্রাবিড়ও এতগুলি ইনিংসেই দু’হাজার রানের গণ্ডি ছুঁয়েছিলেন । 

ভারতের হয়ে দ্রুততম ২০০০ টেস্ট রান

রাহুল দ্রাবিড় এবং বীরেন্দ্র সহবাগ, দুজনেই ৪০ ইনিংসে ২,০০০ টেস্ট রান পূর্ণ করেছিলেন । এবার জয়সওয়ালও এতগুলি ইনিংসেই দু’হাজার রান পূর্ণ করেছেন । বার্মিংহাম টেস্টের প্রথম ইনিংসে জয়সওয়াল ৮৭ রান করে আউট হয়ে গিয়েছিলেন, এই কারণে তিনি ৩৯ ইনিংসে দু’হাজার রানের গণ্ডি ছোঁয়ার থেকে মাত্র ১০ রান দূরে ছিলেন । তিনি যদি প্রথম ইনিংসে আরও ১০ রান করতেন, তা হলে টেস্টে দ্রুততম ২,০০০ রান করা ভারতীয় ব্যাটার হয়ে যেতেন । বিরাট কোহলি এই তালিকায় জয়সওয়ালের আশেপাশেও নেই, যিনি ৫৩ ইনিংসে দু’হাজার রান পূর্ণ করেছিলেন ।

  • যশস্বী জয়সওয়াল - ৪০ ইনিংস
  • রাহুল দ্রাবিড় - ৪০ ইনিংস
  • বীরেন্দ্র সহবাগ - ৪০ ইনিংস
  • বিজয় হাজারে - ৪৩ ইনিংস
  • গৌতম গম্ভীর - ৪৩ ইনিংস

এমনটা করা দ্বিতীয় কনিষ্ঠ ভারতীয়

যশস্বী জয়সওয়াল এখন সবচেয়ে কম বয়সে ২,০০০ টেস্ট রান করা ভারতীয় ব্যাটার হয়েছেন । তিনি ২৩ বছর ১৮৮ দিন বয়সে এই স্থানে পৌঁছেছেন । সবচেয়ে কম বয়সে ২,০০০ টেস্ট রান করা ভারতীয় ব্যাটার ছিলেন সচিন তেন্ডুলকর, যিনি ২০ বছর ৩৩০ দিন বয়সে দু’হাজার রান পূর্ণ করেছিলেন ।