কলকাতা: পরিস্থিতির উন্নতি হচ্ছে না। এখনও বিপদের খাঁড়া ঝুলছে সলমন খানের মাথার ওপর। নিজেদের লক্ষ্য থেকে একেবারেই সরছেন না লরেন্স বিষ্ণোই ও তাঁর দল। একের পর এক হুমকি থেকে শুরু করে বাড়ির বাইরে গুলিচালনা.. কী না হয়েছে। আর বাবা সিদ্দিকির মৃত্যুর পরে একটু বেশিই নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন সলমন খান। তাঁর নিরাপত্তারক্ষীদের সংখ্যা বেড়েছে। সেটে শ্যুটিং করার সময়ও জারি হয়েছে কড়া নিয়মকানুন। তবে লরেন্স বিষ্ণোইয়ের দল কৃষ্ণসার হরিণ হত্যার শোধ তুলতে প্রতিজ্ঞাবদ্ধ। যদিও সলমন খান বারে বারেই জানিয়েছেন, তিনি কৃষ্ণসার হত্যা নিয়ে কিছুই জানেন না, কোনোভাবেই জড়িত নন। 


শোনা যাচ্ছে, সলমন খান নাকি এই বিষয়টা টাকা দিয়ে মিটমাট করে নিতে চেয়েছিলেন, তবে তাতে রাজি হননি লরেন্স বিষ্ণোইয়ের দলের কেউই। লরেন্স বিষ্ণোইয়ের দলের থেকে একজন জানিয়েছেন, সলমন খান একটি খালি চেক নিয়ে এসেছিলেন। বলেছিলেন নিজের ইচ্ছেমতো টাকার অঙ্ক বসিয়ে নিতে। তবে সেই প্রস্তাব লরেন্স বিষ্ণোইয়ের তরফ থেকে ফিরিয়ে দেওয়া হয়। সলমন খানের বাবা সেলিম খানের তরফে বলা হয়েছিল, টাকার জন্যই এই কাজ করছে লরেন্স বিষ্ণোই ও তার দল। কিন্তু সলমনের টাকা নিয়ে অস্বীকার করেছে বিষ্ণোই গ্যাং। জানিয়েছে, টাকার লোভ তাদের নেই। 


তাহলে কেন এই কৃষ্ণসার হত্যা মামলার সঙ্গে জড়িয়ে গিয়েছে লরেন্স বিষ্ণোইয়ের নাম? কৃষ্ণসার হরিণ হত্যার পরে লরেন্স বিষ্ণোই ও তাঁর দল রেগে আগুন হয়ে যায়। যদিও তাঁরা গোটা বিষয়টাই আইনের হাতে ছেড়ে দিয়েছিলেন। ভেবেছিলেন, কিছু না কিছু ব্যবস্থা হবেই। কিন্তু অভিযোগ, তাঁদের সম্প্রদায়কে নিয়ে মস্করা করা হয়েছে। সেই কারণেই কার্যত আইন নিজের হাতে তুলে নিতে চায় লরেন্স বিষ্ণোইয়ের দল। এরপরে গোটা বিষ্ণোই গোষ্ঠীই এখন লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে সহমত। প্রসঙ্গত, এখন টাকার অঙ্ক ফিরিয়ে দিলেও, এর আগে লরেন্স বিষ্ণোইয়ের দলের তরফ থেকে বার্তা আসে, ৫ কোটি টাকা না দিলে সলমন খানের অবস্থা বাবা সিদ্দিকির থেকেও খারাপ হবে। যদিও এরপরে টাকা নিয়ে গেলে তা ফিরিয়ে দেওয়া হয়েছে বিষ্ণোইয়ের দলের তরফ থেকে এমনটাই জানা গিয়েছে। 


আরও পড়ুন: Fauji 2 : শ্যুটিং শুরু হল 'ফৌজি ২'-এর, কবে কোথায় দেখা যাবে এই সিরিজ?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।