মুম্বই: সামনেই একাধিক ছবি মুক্তি পাবে বলিউড সুপারস্টার সলমন খানের (Salman Khan)। তার কোনও কোনওটার ঘোষণাও হয়ে গিয়েছে। 'টাইগার থ্রি' থেকে 'কিসি কা ভাই কিসি কি জান' (Kisi Ka Bhai Kisi Ki Jaan), দর্শকেরা অপেক্ষা করে রয়েছেন সলমনকে অন্য রূপে দেখার জন্য। সদ্যই 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির শ্যুটিং শেষ করেছেন। চলতি বছর ইদে মুক্তি পাবে এই ছবি। আর ছবির শ্যুটিং শেষ করেই দর্শকদের জন্য চমক নিয়ে আসলেন অভিনেতা।


'কিসি কা ভাই কিসি কি জান' ছবির শ্যুটিং শেষ করলেন সলমন-


সম্প্রতি নেট দুনিয়ায় একটি ছবি পোস্ট করেছেন সলমন খান। ছবিতে তাঁকে দেখা যাচ্ছে ক্লিন শেভ লুকে। ছবি পোস্ট করে তিনি জানিয়েছেন যে, তিনি 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির শ্যুটিং শেষ করেছেন। সঙ্গে এটাও জানিয়েছেন যে, চলতি বছর ইদে মুক্তি পাবে এই ছবি। চমক এখানেই। এর আগে এই ছবি সংক্রান্ত যখনই কোনও পোস্ট করেন সলমন, তখনই তাঁকে দেখা যায় বড় চুলের লুকে। আর সম্প্রতি তিনি যে ছবি পোস্ট করেছেন, তাতে তাঁকে দেখা যাচ্ছে ক্লিন শেভ লুকে। সলমনের এই লুক মনে করিয়ে দিচ্ছে ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার ছবি 'হম আপকে হ্যায় কৌন' ছবির প্রেমকে। সাদা রঙের শার্টের সঙ্গে কালো বো টাই। হাতে লাকি চার্ম ব্রেসলেট এবং কানে সোনার দুল। সব মিলিয়ে দর্শকদের সামনে ফের অন্য রূপে হাজির হয়েছেন অভিনেতা। এর থেকেই বোঝা যাচ্ছে, 'কিসি কা ভাই কিসি কি জান' ছবিতে ভিন্ন লুকেই বড় চমক নিয়ে আসছেন অভিনেতা। এমনটাই মত নেটিজেনদের।


আরও পড়ুন - Sidharth Kiara Wedding: সিদ্ধার্থ-কিয়ারার কাছে ক্ষমা চাইলেন রাম চরণের স্ত্রী


প্রসঙ্গত, ইতিমধ্যে নেট দুনিয়ায় প্রকাশ পেয়েছে 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির টিজার। পুরোদস্তুর অ্যাকশন নির্ভর ছবি মনে হলেও রয়েছে রোম্যান্টিক দৃশ্যও। ছবিটি সলমন খানের প্রযোজনা সংস্থা সলমন খান ফিল্ম প্রোডাকশন থেকে মুক্তি পাবে। ছবিটি প্রযোজনা করেন সালমা খান। 'কিসি কা ভাই কিসি কি জান' ছবিটি পরিচালনা করছেন ফারহাদ সামজি। সলমন খান ছাড়াও এই ছবিতে বিভিন্ন চরিত্রে দেখা যাবে ভেঙ্কটেশ দগ্গুবতি, পূজা হেগড়ে, জগপতি বাবু, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিংহ, অভিমন্যু সিংহ, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, জ্যাসসি গিল, শেহনাজ গিল, পলক তিওয়ারি, বিনালি ভাটনগর প্রমুখকে। সলমন খানের ছবিতে যে যে মশলা থাকে, অ্যাকশন, কমেডি, রোম্যান্স, ড্রামা, সবকিছুই রয়েছে এই ছবিতে।