মুম্বই: সদ্যই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউডের দুই তারকা সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবাণী (Kiara Advani)। রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় প্যালেসে বসেছিল তাঁদের বিয়ের আসর। সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে আগে মুখ না খুললেও বিয়ে মিটতেই নিজেদের নতুন জীবনে পা রাখার ছবি শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। সেখানে দুই তারকাকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন আলিয়া ভট্ট, বরুণ ধবন, কর্ণ জোহর, ভূমি পেড়নেকর এবং আরও অনেক তারকারা। তবে, অন্য ছবিও চোখে পড়ল। দক্ষিণী অভিনেতা রাম চরণের স্ত্রী উপাসনা আবার দুই তারকাকে নতুন জীবনের অভিনন্দন জানানোর সঙ্গে সঙ্গে ক্ষমাও চেয়ে নিলেন।
কেন সিদ্ধার্থ-কিয়ারার কাছে ক্ষমা চাইলেন রাম চরণের স্ত্রী?
একদিকে যখন সদ্য বিবাহিত দম্পতি সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণীকে নতুন জীবনের শুভেচ্ছা জানাচ্ছেন সাধারণ নেট নাগরিক থেকে তারকারা। তখন অন্যদিকে, তাঁদের কাছে ক্ষমা চাইলেন রাম চরণের স্ত্রী উপাসনা কোনিডেলা। তিনি দুই তারকার কাছে ক্ষমা চেয়েছেন প্রতিশ্রুতি দিয়েই তাঁদের বিয়েতে উপস্থিত থাকতে না পারার কারণে। সিদ্ধার্থ - কিয়ারার পোস্ট করা ছবির কমেন্টে তিনি লিখেছেন, 'অভিনন্দন। এটা খুবই সুন্দর। খুব দুঃখিত আমরা ওখানে উপস্থিত থাকতে না পারার জন্য। তোমাদের দুজনকেই অনেক ভালোবাসা।'
আরও পড়ুন - Bollywood Celebrity Updates: বাগদান সারতে চলেছেন প্রভাস ও কৃতী?
প্রসঙ্গত, ৭ ফেব্রুয়ারি জয়সলমেরের সূর্যগড়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। জয়সলমের থেকে দিল্লির সফর। নববধূর আগমন হল মলহোত্র পরিবারে। সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra)-র বাড়িতে পা রাখলেন নববধূ কিয়ারা আডবাণী (Kiara Advani)। আর দিল্লিতে এসেই কিয়ারা নিজেকে মুড়ে নিলেন ভালবাসার রঙে। লাল। তার ছোঁয়া লাগল সিদ্ধার্থের পোশাকেও। এদিন লাল মখমলে সালোয়ার কামিজে সাজলেন কিয়ারা। খোলা চুলের মধ্যে ঝলমলে সিঁদুর। হালকা গয়নার সঙ্গে সোনালি জুতো পরেছিলেন কিয়ারা। আর লালের ওপর কাজ করা শেরওয়ানিতে সাজলেন সিদ্ধার্থ। সঙ্গে সাদা পাজামা আর গলায় সূক্ষ কাজ করা কাশ্মীরি শাল। পায়ে নাগরা। হাতে হাত রেখে এদিন সংবাদমাধ্যমের সামনে আসেন নবদম্পতি। সাংবাদিকদের লাল বাক্সে বিতরণ করেন মিষ্টিও। সদ্যই সূর্যগড় প্যালেস ছেড়ে দিল্লিতে এলেন সিদ্ধার্থ কিয়ারা। সূত্রের খবর, দিল্লিতেই থাকবেন 'শেরশাহ' জুটি। ৯ ফেব্রুয়ারি দিল্লিতে বন্ধু ও পরিবারের জন্য একটি রিসেপশনের আয়োজন করা হয়েছে। এর পরের দিন, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি মায়ানগরীর উদ্দেশে পাড়ি দেবেন নবদম্পতি। এরপর, ১২ তারিখ মুম্বইতে আরও একটি রিসেপশনের আয়োজন করা হয়েছে। সেখানে হাজির থাকবেন বলিউড ইন্ডাস্ট্রির সমস্ত তারকারা।