মুম্বই: ইদ বরাবরই সলমন খানের বুক করা। প্রতি বছর ইদে একের পর এক হিট ছবি দেন তিনি। ২০১৯-এর ইদে তাঁর কোন ছবি আসবে এখন থেকেই ঠিক হয়ে গিয়েছে। তা হল ভারত। ছবির কাজ শুরু হবে আগামী এপ্রিল থেকে।
২০১৪-য় মুক্তি পাওয়া কোরীয় ছবি ওড টু মাই ফাদার অবলম্বনে তৈরি হবে ভারত। ওই ছবিতে ৫০-এর দশক থেকে এখন পর্যন্ত এক সাধারণ কোরীয় নাগরিকের দৃষ্টিকোণ থেকে আধুনিক কোরিয়ার ইতিহাস তুলে ধরা হয়েছে। ছবিটি পরিচালনা করবেন সুলতানের পরিচালক আলি আব্বাস জাফর। প্রযোজনা করবেন তাঁর ভগ্নীপতি অতুল অগ্নিহোত্রী।
ছবি সম্পর্কে বলতে গিয়ে অতুল বলেছেন, এটি একটি দেশ ও একজন মানুষের সফর। দুজনের নামই ভারত। প্রযোজক হিসেবে তাঁর মনে হয়েছিল, সলমন এই চরিত্রের জন্য একদম মানানসই। তাঁকে ছবি করা বিরাট দায়িত্ব কারণ সকলের অনেক আশা ভরসা সলমনের ছবির সঙ্গে জুড়ে থাকে। দেখতে হয়, উৎসবের সময় এমন ছবিই যাতে মুক্তি পায়, যা গোটা পরিবার একসঙ্গে দেখতে পারবে। তারপর তাঁর ফ্যানদের কথাও মাথায় রাখতে হয়।
বিভিন্ন এলাকায় শ্যুটিং হবে ছবিটির, তার মধ্যে পঞ্জাব ও দিল্লি ছাড়াও রয়েছে আবু ধাবি ও স্পেন। এখনও শুরু হয়নি কাস্টিং, তা ঠিক হবে আগামী ৩ মাসে।
তবে ভারতের আগে ডিসেম্বরেই আসছে সলমনের ছবি টাইগার জিন্দা হ্যায়। নায়িকা ক্যাটরিনা কাইফ, পরিচালক সেই আলি আব্বাস জাফর।
২০১৯-এর ইদে আসছে সলমনের ভারত, জানুন ছবিটি সম্পর্কে নানা তথ্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Oct 2017 01:43 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -