নয়াদিল্লি: আতিথেয়তা, আন্তরিকতায় অভিনেতা সলমন খানের সুখ্যাতি ইন্ডাস্ট্রিতে লোকের মুখে মুখে ফেরে। 'খান' পরিবারের রক্তেই রয়েছে এইসব। বলিউডে সলমনের বহু বন্ধু-বান্ধব রয়েছেন যাঁরা অকপটে স্বীকার করেন, সলমন ভীষণই আবেগ প্রবণ। তাঁর মধ্যে স্নেহ, মমতা এগুলো একটু বেশিই।
একই কথা স্বীকার করলেন সলমনের অন্যতন ঘনিষ্ঠ বন্ধু, ‘বজরঙ্গী ভাইজান’-এ সলমনের সহ-অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। 'খান' পরিবারের অভ্যর্থনায় মুগ্ধ তিনি। আপ্লুত নওয়াজ বলেন, 'খান-দান' পরিবার যেন তাঁকে দত্তক নিয়েছে।
নওয়াজ বলেন, শুধু সলমনই নন, গোটা 'খান' পরিবারের কাছ থেকে এতটাই স্নেহ ভালোবাসা পেয়েছেন, যে নিজেকে ওই পরিবারের একজন বলেই মনে করেন তিনি। শুধু আরবাজ বা সোহেলই নয়, বোন অর্পিতা, আলভিরাও তাঁকে ভীষণ ভালোবাসেন। যেন ওই পরিবারেরই একজন তিনি।
'কিক' এবং 'বজরঙ্গী ভাইজান' ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন সলমন-নওয়াজ। সোহেল খান পরিচালিত সলমনের পরবর্তী ছবি ‘ফ্রিকি আলি’তেও একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাঁদের।
সোহেলের পরিচালনায় এই সিনেমার দীর্ঘ শ্যুটিং যাত্রাপথের প্রশংসা করেছেন নওয়াজ। তিনি বলেন, তিনি কেরিয়ারে এর আগে এরকম চাপ-মুক্তভাবে কখনও অভিনয় করেননি। বলেন, বুঝতেই পারলাম না, কবে যে শ্যুটিং শুরু হল আর কবেই বা শেষ হয়ে গেল।
বলিউডের কোন অভিনেতাকে 'দত্তক' নিয়েছেন সলমন?
Web Desk, ABP Ananda
Updated at:
17 Aug 2016 08:18 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -