নিউ ইয়র্ক:  সোশ্যাল মিডিয়ার বাড়বাড়ন্তে বর্তমানে যৌনকর্মীরা অনলাইনেই যৌনতা বিক্রির দিকে বেশি ঝুঁকছে। এক গবেষণায় দেখা গিয়েছে, মূলত এখন যৌনকর্মীরা ধরা পরার ভয় বিভিন্ন আন্ডারগ্রাউন্ড ওয়েবসাইট, মোবাইল অ্যাপস বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যৌনতাকে বিক্রির জন্যে ব্যবহার করছে। তাঁরা সরাসরি মেইনস্ট্রিম ওয়েবসাইট যেমন ক্রেইগলিস্ট বা ব্যাকপেজকেও এড়িয়ে চলছে।

নয়া তথ্যপ্রযুক্তিতে বিভিন্ন আন্ডারগ্রাউন্ড ওয়েবসাইটে নাম প্রকাশ করা হয় না যৌনকর্মীদের। পুলিশও যারজন্যে যৌনকর্মীদের খুঁজে পাচ্ছে না। বিভিন্ন আন্ডারগ্রাউন্ড ওয়েবসাইটে বিজ্ঞাপন দিচ্ছে যৌনকর্মীরা। তারপর সেখান থেকেই তাঁরা তাঁদের ক্লায়েন্ট ধরছেন। এরফলে বছরে প্রায় ৫০ লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব হচ্ছে। যৌনকর্মীদের দাবি বর্তমানে ৮০ শতাংশ দেহব্যবসাই চলছে অনলাইনে। এই সমস্ত ওয়েবসাইটে যৌনকর্মীরা নিজস্ব ভাষা ব্যবহার করে খদ্দের ধরেন, যা কেউ প্রায় ধরতে পারে না।