করোনার ‘উপসর্গ’ সলমনের ‘বীরগতি’ সিনেমার সহ অভিনেত্রীর, টেস্ট করানোর পয়সা নেই!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Jun 2020 05:42 PM (IST)
যক্ষার চিকিত্সার জন্য সহ অভিনেতা সলমন খানের সাহায্য চেয়েছিলেন ‘বীরগতি’ সিনেমার অভিনেত্রী পূজা ডাডওয়াল। কিন্তু ফের সংকটে পড়েছেন পূজা। সংবাদমাধ্যমে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পূজা এখন জ্বর, দুর্বলতা ও ঠাণ্ডা লাগার মতো সমস্যায় ভুগছেন। সেইসঙ্গে রয়েছে শ্বাসকষ্টও।
Image: IMDb , YouTube
মুম্বই: যক্ষার চিকিত্সার জন্য সহ অভিনেতা সলমন খানের সাহায্য চেয়েছিলেন ‘বীরগতি’ সিনেমার অভিনেত্রী পূজা ডাডওয়াল। কিন্তু ফের সংকটে পড়েছেন পূজা। সংবাদমাধ্যমে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পূজা এখন জ্বর, দুর্বলতা ও ঠাণ্ডা লাগার মতো সমস্যায় ভুগছেন। সেইসঙ্গে রয়েছে শ্বাসকষ্টও। সম্প্রতি এক সাক্ষাত্কারে পূজা বলেছেন, তাঁর স্বাস্থ্য দিনের পর দিন খারাপ হচ্ছে। তাঁর করোনাভাইরাস সংক্রমণের লক্ষ্মণ দেখা দিয়েছে। পূজা বলেছেন, তিনি বন্ধুদের কাছ থেকে টাকাপয়সা ধার করছিলেন। কিন্তু তাঁরা এখন সাহায্য করতে চাইছেন না। পূজা বলেছেন, কোভিড-১৯ পরীক্ষা করার মতো অর্থ তাঁর নেই। কারণ, তাঁকে তাঁর অসুস্থ স্বামীরও দেখভাল করতে হচ্ছে। পূজা বলেছেন, ঋতু বদলও তাঁর শরীর খারাপের কারণ হতে পারে। গোয়াতে থাকেন পূজা। তিনি বলেছেন, তাঁদের বাড়ির আশেপাশে চারজনের করোনা টেস্ট পজিটিভ এসেছে। সমস্যায় পড়ে তিনি ফের সলমনের কাছ থেকেই সাহায্য চেয়েছেন। কারণ, এই কঠিন সময়ে আর কেউ তাঁর পাশে দাঁড়ানোর নেই। এর আগে এক সাক্ষাত্কারে পূজা বলেছিলেন, তিনি সলমনকে তিনি অগাধ শ্রদ্ধা করেন। পূজা বলেন, তিনি আমার পাশেই রয়েছেন বলে মনে হয়। আমি তাঁর সঙ্গে দেখা করতে চাই এবং করবও। আমি আগেও বলেছি, এখনও বলছি, সলমন খানকে আমি আরাধনা করি। তাঁর সঙ্গে ফের কাজ করতে পারলে খুশি হব।