কলকাতা: টাইগার থ্রি (Tiger 3)-তে শাহরুখ খান (Shah Rukh Khan) ও সলমন খানের (Salman Khan)-এর সিকোয়েন্স পরিকল্পনা করতে সময় লেগেছিল ৬ মাস! নতুন ছবিতে সলমনকে দেখা যাবে টাইগারের ভূমিকায়, আর 'পাঠান' (Pathaan) হবেন শাহরুখ। শেষ ছবিতে শাহরুখ-সলমনের অ্যাকশন দৃশ্য নিয়ে উন্মাদনা তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে।
'পাঠান' মুক্তির পরে দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছিল শাহরুখ সলমনের অ্যাকশন দৃশ্য। অনুরাগীরা শিহরিত হয়েছিলেন এই অ্যাকশন দৃশ্যে। তবে শুধু তাই নয়, পাঠান এর পরিচালক নিজেই বলেছিলেন, শাহরুখ-সলমনের অংশটি চিত্রনাট্যে লিখতে গিয়ে হাত কাঁপছিল তাঁর। আর এই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই 'টাইগার ৩'-তে একটি দৃশ্যে দেখা যাবে শাহরুখকে।
'পাঠান' এর পরেই পরিচালক প্রযোজকেরা বুঝেছিলেন, 'সুপার স্পাই' অবতারে শাহরুখ আর সলমনের অ্যাকশনকে আরও পাকাপোক্তভাবে পরিকল্পনা করতে হবে। তবেই আকর্ষীত হবেন দর্শকেরা। আর তাই ৬ মাস ধরে প্লট তৈরি করা হয়েছিল টাইগার ৩-তে শাহরুখ সলমনের দৃশ্যটির। আদিত্য চোপড়া আর 'টাইগার ৩'-র পরিচালক মণীশ শর্মা (Manish Sharma)-র পরিকল্পনা, এই দৃশ্য যাতে মানুষের মুখে মুখে ফেরে।
আরও পড়ুন: Durnibar Marriage: শাঁখ বাজালেন প্রসেনজিৎ, সাত পাকে বাঁধা পড়লেন দুর্নিবার-ঐন্দ্রিলা
সূত্রের খবর, এপ্রিল মাসে টাইগার ৩-এর শ্যুটিং শুরু করবেন শাহরুখ। টানা ৭ দিন মুম্বইতেই শ্যুটিং করবেন কিং খান। শাহরুখ সলমনের অ্যাকশন পাঠান-এ অন্য মাত্রা যোগ করেছিল। অনেক সলমনপ্রেমী পাঠান দেখতে গিয়েছিলেন কেবল ওই দৃশ্যটি দেখা জন্যই। সেই উত্তেজনাকে ধরে রেখেই টাইগার ৩ -তে আরও জোরদার অ্যাকশন করতে চান পরিচালক প্রযোজকেরা।