কলকাতা: রাজ্য সরকার (State Government) ৩ শতাংশ DA বৃদ্ধির পরও, আন্দোলন-অনশনে অনড় ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। বকেয়া DA মেটানোর দাবিতে আজ সব সরকারি অফিসে ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। ধর্মঘটকে সমর্থন জানিয়েছে রাজ্য সরকারি কর্মীদের (State Government Employee) বামপন্থী সংগঠন কোঅর্ডিনেশন কমিটি। সমর্থন জানিয়েছে কংগ্রেসও। আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছে বিজেপি (BJP)। 


ধর্মঘট ও আন্দোলনের প্রত্য়ক্ষ প্রভাব দেখা গেল কলকাতা বিশ্ববিদ্যালয়, যোগমায়া দেবী কলেজে। ক্লাস বয়কটের ডাক দিয়েছেন পড়ুয়ারা। সকাল থেকে কলেজে চলছে পিকেটিং। অন্য়দিকে, DA-এর দাবিতে ধর্মঘটকে সমর্থন জানিয়েছেন অধ্য়াপকরা। বিশ্ববিদ্যালয়, কলেজে অধ্য়াপকেরা গেলেও ক্লাস নিচ্ছেন না তাঁরা। 


চুঁচুড়া শিক্ষা ভবন গেট আটকে দিয়ে বিক্ষোভ দেখালো বিজেপির স্থানীয় নেতাকর্মীরা। এদিন সকাল  দশটা নাগাদ সরকারি ভাবে শিক্ষা ভবনের গেট খোলার কিছুক্ষণের মধ্যেই বিজেপি নেতাকর্মীরা সেই স্থানে গিয়ে হাজির হয় এবং সেই গেট বন্ধ করে দিয়ে সেখানে পতাকা ঝুলিয়ে দেয়। তার সঙ্গে চলে বিক্ষোভ ও স্লোগান। 


সরকারি অফিসে ধর্মঘট রুখতে কড়া বিবৃতি জারি করেছে নবান্ন। অতিরিক্ত মুখ্যসচিবের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, শুক্রবার কোনওভাবেই পূর্ণ বা অর্ধ দিবস ছুটি নেওয়া যাবে না। ধর্মঘটে সামিল হলে কর্মজীবন থেকে বাদ যাবে একদিন। সেইসঙ্গে শোকজ করা হবে। এই নির্দেশের পাল্টা, ধর্মঘটের সিদ্ধান্তে অনড় থাকার দাবি জানিয়ে, অতিরিক্ত মুখ্য় সচিবকে চিঠি দিল পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতির যৌথ কমিটি। 


ধর্মঘট ও আন্দোলনের প্রত্য়ক্ষ প্রভাব দেখা গেল যোগমায়া দেবী কলেজে। ক্লাস বয়কটের ডাক দিয়েছেন পড়ুয়ারা। সকাল থেকে কলেজে চলছে পিকেটিং। অন্য়দিকে, DA-এর দাবিতে ধর্মঘটকে সমর্থন জানিয়েছেন অধ্য়াপকরা। কলেজে গেলেও ক্লাস নিচ্ছেন না তাঁরা। বকেয়া DA-র দাবিতে ক্রমশ আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। শুক্রবার শহিদ মিনারে ৪৩তম দিনে পড়ল সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন। পাশাপাশি ২৯ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছে আন্দোলনকারীদের একাংশ। 


বকেয়া DA-র দাবিতে ধর্মঘটের বিরুদ্ধে আরও কড়া তৃণমূল সরকার। আজ সরকারি কর্মীদের হাজিরা ৪ বার খতিয়ে দেখে রিপোর্ট পাঠানোর নির্দেশ। সকাল পৌনে ১১ থেকে বিকেল ৫ পর্যন্ত ৪ বার হাজিরা-তথ্য দেবেন কর্মচারীরা। সমস্ত ডিএম, সব দফতরের বিভাগীয় প্রধানদের উদ্দেশে জারি হল সার্কুলার । অনুপস্থিত হলে কারণ ঠিক কী, তাও সংশ্লিষ্ট দফতরকে জানানোর নির্দেশ ।