কলকাতা: বক্সঅফিসে রোজগারের সঙ্গে সঙ্গে, বেশ প্রশংসিত হচ্ছে এই ছবি। একই দিনে মুক্তি পেয়েছিল 'অ্যানিম্যাল' (Animal) ও 'স্যাম বাহাদুর' (Sam Bahadur)। টিকিট বিক্রির নিরিখে রণবীর কপূরের (Ranbir Kapoor)-এর ছবি ভিকি কৌশলের (Vicky Kaushal)-এর ছবির থেকে অনেকটা এগিয়ে থাকলেও, ভীষণ প্রশংসিত হয়েছে 'স্যাম বাহাদুর'। তবে বক্সঅফিসে এখনও এই ছবি রোজগার করছে যথেষ্টই। ইতিমধ্য়েই প্রকাশ্যে এসে গেল 'স্যাম বাহাদুর' ছবির ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির তারিখও!


শোনা যাচ্ছে, জিফাইভ (Zee 5) ওটিটি প্ল্যাটফর্ম কিনে নিয়েছে 'স্যাম বাহাদুর' ছবিটির সত্ত্ব। আগামী বছর, অর্থাৎ ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবস অর্থাৎ ২৬ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবিটি। অর্থাৎ, পর্দায় মুক্তির ৮ সপ্তাহের মাথাতেই ওটিটি প্ল্যাটফর্মে চলে আসবে ছবিটি। ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে রণবীরের 'অ্যানিম্যাল' ছবির মুক্তির দিনও। নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবিটি। তবে যেহেতু তুলনায় অনেক বেশি টাকার ব্যবসা করেছে রণবীরের ছবিটি, তাই তার ওটিটি মুক্তির দিনও রাখা হয়েছে অনেকটা দেরিতেই। 'অ্যানিম্যাল' ইতিমধ্যেই নাম লিখিয়েছে ৫০০ কোটির ক্লাবে। 


মেঘনা গুলজার পরিচালিত এই ছবিতে তুলে ধরা হয়েছে সাম মানেকসরের জীবনী। মেঘনা গুলজার পরিচালিত এই ছবিটি 'স্যাম বাহাদুর'-এর জীবন থেকে অনুপ্রাণিত। শ্যাম বাহাদুর একজন ফিল্ড মার্শাল হয়েছিলেন। সেনাবাহিনীর এক অনন্য চরিত্র, একটি যুদ্ধের নায়ক শ্যাম বাহাদুরের জীবন কেমন ছিল, কীভাবে তিনি সেনাবাহিনীতে এসেছিলেন, পর্যায়ক্রমে এই সমস্ত গল্পকে ধাপে ধাপে তুলে ধরেছেন পরিচালক। গোটা ছবি জুড়ে একদিকে যেমন শ্যাম বাহাদুরের চরিত্রকে নিপুণ তুলিতে আঁকা হয়েছে, তেমনই মানুষের সঙ্গে সেনাবাহিনীর নৈক্যটের গল্প বলেছেন পরিচালক। স্যাম বাহাদুর কীভাবে সৈনিকদের উজ্জীবিত করতেন, কীভাবে লড়াই করতেন এই সমস্ত কিছুকেই তুলে ধরা হয়েছে। 


এই ছবিটি দেখে বিনোদন দুনিয়ার মানুষেরা তো বটেই, উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন সচিন তেণ্ডুলকরও (Sachin Tendulkar)। ভিকিকে প্রশংসায় ভরিয়েছিলেন লিটল মাস্টার। সেই খবর শেয়ার করে নিয়েছিলেন খোদ অভিনেতাই। তাঁর কথায়, তাঁর ছোটবেলার হিরো এই সিনেমা দেখেছেন, এটা তাঁর কাছে স্বপ্নপূরণের মতোই। 


আরও পড়ুন: Bengali Web Series: 'মেয়েবেলা' জুটি এবার সিরিজে, রোম্যান্টিক থ্রিলার নিয়ে আসছেন অর্পণ-স্বীকৃতি


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।