আবির দত্ত, কলকাতা: ঘূর্ণিঝড় মিগজাউমের (Cyclone Michaung) পর কেটে গেছে ৩ দিন। কিন্তু এখনও জলের তলায় চেন্নাইয়ের (Chennai) বিস্তীর্ণ অঞ্চল। বিভিন্ন জায়গায় আটকে বহু মানুষ। বিপর্যস্ত জনজীবন।


জলের তলায় চেন্নাইয়ের বিস্তীর্ণ অঞ্চল: স্বাভাবিক স্রোতে ফিরতে পারেনি চেন্নাই। মিগজাউম চলে গেলেও তার ক্ষত রাজ্যজুড়ে। তিরুভুলুরসালাই অঞ্চলে ৪ দিন ধরে জমে আছে জল। কিন্তু অভিযোগ, মিলছে না পানীয় জল। সঙ্কট দেখা দিয়েছে খাবরের। বিপর্যস্ত জনজীবন। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে জায়গায় জায়গায় উপড়ে গেছে বিদ্য়ুতের খুঁটি। ফলে বিদ্য়ুৎ নেই চেন্নাইয়ের অনেক অঞ্চলে। বিপর্যয়ের জেরে চেন্নাইয়ে বন্ধ স্কুল-কলেজ। বিপাকে পড়েছেন পড়ুয়ারা।

বিপাকে বাংলার পড়ুয়ারা: চেন্নাইয়ে আটকে থাকা হাওড়ার ছাত্রী বাগেশ্রী বন্দ্যোপাধ্যায় বলেন, চার দিন আমাদের কলেজ বন্ধ। একটা কনফারেন্সে যাওয়ার ছিল সেটা বাতিল হয়ে গিয়েছে। সবচেয়ে বড় সমস্যা হল বিদ্যুত নেই। অভিজ্ঞতার কথা জানালেন  চেন্নাইয়ে আটকে থাকা দমদমের ছাত্রী সৃজিতা বসু। তিনি বলেন, ক্ষতি তো হচ্ছেই। কিছুদিন পরে বাড়ি যাওয়ার কথা। কাজ হচ্ছে না। পড়াশোনা পুরো বন্ধ।

শুধু পড়ুয়াদের ক্ষতি নয়, বন্যায় নষ্ট হয়েছে কোটি কোটি টাকার মেডিক্যাল যন্ত্রপাতি। যেগুলি বিভিন্ন ল্যাব, হাসপাতাল সরবরাহ করার কথা ছিল। বন্য়া কবলিত এলাকায় উঠেছে ত্রাণ সঙ্কটের অভিযোগ। ত্রাণ পৌঁছে দেওয়ার কাজে লাগানো হয়েছে ভারতীয় বায়ুসেনাকে। পরিস্থিতি সামাল দিতে উঠে পড়ে লেগেছে প্রশাসন। এদিন আকাশপথে বন্যা ও ঝড়ে বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।পরে কথা বলেন, মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে।


কাজের সূত্রে চেন্নাইয়ে গিয়ে আটকে পড়েছেন এরাজ্য়ের বাসিন্দা এক তথ্যপ্রযুক্তি কর্মী ও এক পরিযায়ী শ্রমিক। থারাইপক্কমে থাকেন কোন্নগরের বাসিন্দা তথ্যপ্রযুক্তি কর্মী সৌমাভ মিত্র। ২দিন ধরে খাবার ও পানীয় জল পাচ্ছিলেন না তিনি। তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না।চিন্তায় ছিলেন পরিবারের সদস্য়রা। বৃহস্পতিবার তাঁকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর ভিডিও কলে পরিবারের সদস্য়দের সঙ্গে কথা বলেন সৌমাভ। চেন্নাইয়ে আটকে পড়েছেন মালদার ধূলিয়ানের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি আশরাফুল হকও। বাড়িতে ফিরতে চান আশরাফুল।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Recruitment Scam: স্বাস্থ্যপরীক্ষার আগেই 'কালীঘাটের কাকুকে' ICCU-তে স্থানান্তর