টিভি সিরিয়ালের দুনিয়া থেকে কেন দূরে, জানালেন সামা সিকন্দর
সামা সিকন্দর। টিভি দুনিয়া থেকে বেশ কিছুদিন হল দূরে রয়েছেন। তার কারণও সম্প্রতি এক টিভি ইন্টারভিউতে জানিয়েছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইদানীং সামা ওয়েব সিরিজে ঝুঁকছেন। মায়ার মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। সামার সব ছবি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া।
টিভি দর্শকদের এটা অজানা নয় যে, 'ইয়ে মেরি লাইফ হ্যায়' সিরিয়ালে পূজার ভূমিকায় অভিনয় করে বেশ নাম হয়েছে সামার। তবে টিভি সিরিয়ালে ফেলে আসা দিনগুলির সাফল্যই তাঁর একমাত্র প্রাপ্তি বলে ইন্টারভিউতে বলেছেন সামা।
তবে বলিউডে শুরুতে তেমন দাগ কাটতে পারেননি সামা। ধীরে ধীরে সরে যান টিভি সিরিয়ালে।
১৯৯৮-এ বলিউডে কেরিয়ার শুরু করেন সামা। গোড়াতেই আমির খানের ছবি 'মন'-এ কাজ করার সুযোগ পান। যে কোনও নবাগতের কাছে বড় ব্যাপার নিঃসন্দেহে।
তবে সোস্যাল মিডিয়ায় নিজের সাহসী ছবি ছেড়ে হইচই ফেলে দেওয়া বন্ধ হয়নি। জানেন নিশ্চয়ই, সামার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভর্তি তাঁর হট ছবিতে।
বলিউডে বেশ কিছু ছবিতে কাজ করার সুবাদে পরিচিত মুখ সামা জানিয়েছেন, তাঁর কাজের অভাব নেই। হাতে ছবির অফার রয়েছে। তিনি নিজেই দূরে রয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -