কলকাতা: যাঁরা কাঁপান রুপোলি পর্দা, ব্যক্তিগত জীবনে পড়াশোনায় ঠিক কেমন তাঁরা? এটা জানার আগ্রহ থাকে অনেক ব্যক্তিরই। সদ্য ভাইরাল হয়েছে দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)-র দশম শ্রেণীর রিপোর্ট কার্ড। আর সেই রিপোর্ট কার্ড দেখে অবাক সকলেই! রেজাল্ট এমনই, যে রিপোর্ট কার্ডে লিখতে বাধ্য হয়েছেন শিক্ষিকাও। এমন কী ছিল সেই রিপোর্ট কার্ডে? 


সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে রিপোর্ট কার্ডে, সেটাই প্রমাণ দিচ্ছে, পড়াশোনায় কতটা ভাল ছিলেন সামান্থা। সোশ্যাল মিডিয়ায় নিজেই একসময়ে নিজেই নিজের রিপোর্ট কার্ড শেয়ার করে নিয়েছিলেন তিনি। সেখানেই দেখা গিয়েছিল, প্রত্যেকটা বিষয়েই আশি শতাংশের ওপর নম্বর পেয়েছিলেন সামান্থা। অঙ্কে পেয়েছিলেন ৯০ শতাংশ। ভূগোল আর বটানিতেও তিনি পেয়েছিলেন ৯০ শতাংশ নম্বর। সব মিলিয়ে দুর্দান্ত রেজাল্ট হয়েছিল তাঁর। এতটাই ভাল ছিল সামান্থার রেজাল্ট যে শিক্ষিকা তাঁর রেজাল্টের পাশে লিখে দিতে বাধ্য হয়েছিলেন প্রশংসাসূচক বাক্য। 


সদ্য মালয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার সমস্যা ও মহিলাদের জন্য বিশেষ কমিটি গঠন নিয়ে সরব হয়েছিলেন সামান্থা। সামান্থা এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন,  'আমরা, তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি মহিলারা, হেমা কমিটি রিপোর্টকে স্বাগত জানাই এবং কেরলের WCC-এর ক্রমাগত চেষ্টাকে কুর্নিশ জানাই যার ফলে এই মুহূর্তের পথ প্রশস্ত হয়েছে।'  তিনি আরও লেখেন, 'আমরা তেলঙ্গানা সরকারকে অনুরোধ করছি, তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে হওয়া যৌন হয়রানির বিষয়ে জমা দেওয়া সাব কমিটির রিপোর্ট প্রকাশ করার জন্য, যা সরকার এবং শিল্প নীতিগুলিকে ফ্রেম করতে সাহায্য করতে পারে, যাতে TFI-তে মহিলাদের জন্য একটি নিরাপদ কাজের পরিবেশ প্রতিষ্ঠা করা যায়।' মালয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরে মহিলাদের কী কী সমস্যার সম্মুখীন হতে হয়, তার ওপর তৈরি একটি রিপোর্ট কেরল সরকারের (Kerala Government) কাছে জমা দেওয়া হয় বছর ৫ আগে। কিছুদিন আগে সেই কে. হেমা কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসে। যা দেখে রীতিমতো শিহরিত সকলে। সমীক্ষার রিপোর্টে রয়েছে যৌন শোষণ, বেআইনি নিষেধাজ্ঞা, বৈষম্য, মাদক ও অ্যালকোহল অপব্যবহার, পারিশ্রমিকে বৈষম্য এবং কিছু ক্ষেত্রে অমানবিক কাজের পরিবেশ সাংঘাতিক বিবরণ।


আরও পড়ুন: Mamata Banerjee and Ritabhari Chakraborty: ঋতাভরীর আবেদনা সাড়া মুখ্যমন্ত্রীর, হেমা কমিটির আদলে টলিউডে বিশেষ কমিশন


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।