কলকাতা : আর জি কর মেডিক্যালে আর্থিক অনিয়ম মামলায় ফের সন্দীপ ঘোষের স্ত্রীকে তলব করেছে ইডি। সোম ও মঙ্গলবার সন্দীপের স্ত্রী সঙ্গীতা দাস ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছেন ইডি-র আধিকারিকরা। ফের তাঁর সঙ্গে কথা বলতে চান ইডি আধিকারিকরা। 


গত সপ্তাহে যখন সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে তল্লাশি করতে যায় ইডি, তখন বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় আধিকারিকদের। কারণ, বাড়ির দরজা ছিল তালাবন্ধ। প্রায় ৩ ঘণ্টা পর এসে তালা খুলে দেন সন্দীপ ঘোষের স্ত্রী। তিনি দাবি করেন, সন্দীপ ঘোষ কিছু করেননি। তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যে ! সেই সঙ্গে তিনি আরও বলেন, যে কোনও তদন্তকারী সংস্থার সঙ্গে তাঁরা সহযোগিতা করবেন। এরপর সন্দীপ ঘোষের শ্বশুরবাড়িতেও হানা দেয় ইডি। তবে বাড়ি তালাবন্ধ থাকায়, ফিরে যেতে হয় তদন্তকারীদের। এছাড়া, এয়ারপোর্টের কাছে মিলন পল্লির একটি আবাসনে সন্দীপ ঘোষের শ্যালিকার ফ্ল্যাটেও পৌঁছে যান ED অফিসাররা। তল্লাশি শুরু পর জানা যায়, সেখানেই একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকেন সন্দীপ ঘোষের শ্বশুর-শাশুড়ি। 


অন্যদিকে, CBI-এর দাবি, আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ ও তাঁর শাগরেদদের বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ২৫টি ডিজিটাল এভিডেন্স বাজেয়াপ্ত করা হয়েছে। মোবাইল ফোন, হার্ড ডিস্ক ও ল্যাপটপ পরীক্ষার জন্য ফরেন্সিকে পাঠানো হবে।    


কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মঙ্গলবার সিবিআইয়ের বিশেষ আদালতে জানায়, আর জি কর মেডিক্য়ালে দুর্নীতিতে একাধিক ব্য়ক্তির যোগ পাওয়া গেছে।  প্রচুর ডিজিটাল নথি বাজেয়াপ্ত হয়েছে। মোবাইল ফোন, ল্য়াপটপ ও হার্ডডিস্ক ক্লোনিং করতে হবে। ডিজিটাল নথি খতিয়ে দেখার জন্য় সময় লাগবে। তাই ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন করা হচ্ছে না। CBI আদালতে সওয়াল করে, ভারতীয় ন্য়ায় সংহিতার ১৮৭ ধারার ২ নম্বর উপধারায় ধাপে ধাপে পুলিশ হেফাজতে নেওয়ার উল্লেখ রয়েছে। প্রয়োজন হলে ভবিষ্য়তে সন্দীপ ঘোষকে হেফাজতে নেওয়ার আবেদন করা হবে। 


এই সওয়াল শুনে সিবিআইকে ভর্ৎসনা করে বিচারক বলেন, ভবিষ্যতে কী নির্দেশ দেওয়া হবে, তদন্তকারী অফিসার কি এখন থেকেই তা ঠিক করতে চাইছেন? ভবিষ্য়তে কী নির্দেশ দেওয়া হবে তা তখনকার পরিস্থিতির উপর নির্ভর করবে বলে স্পষ্ট জানিয়ে দেন বিচারক।  


মঙ্গলবার সন্দীপ ঘোষকে পেশ করা ঘিরে মঙ্গলবার উত্তাল হয়ে ওঠে আলিপুরের বিশেষ সিবিআই আদালত। আদালত থেকে বেরনোর সময় সন্দীপ ঘোষের প্রিজন ভ্যানে চটির বাড়ি মারেন এক ব্য়ক্তি। দফায় দফায় বিক্ষোভ দেখান মহিলা আইনজীবীরা।  


আরও পড়ুন :


সূর্যাস্তের পর পোস্টমর্টেম করতে চাননি টিমের সদস্য, তড়িঘড়ি করেন টালা থানার OCই! বিস্ফোরক চিঠি সামনে