নয়াদিল্লি: এবার ভুয়ো পোস্টের শিকার দক্ষিণের তারকা অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। একাধিক অভিনেতা ও অভিনেত্রী ইতিমধ্যেই ভুয়ো ভিডিও ও ছবির ফাঁদে পড়েছেন (Fake Pictures)। এবার সেই তালিকায় নাম উঠল সামান্থারও। মর্ফ করে বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে অন্য ছবিতে অভিনেত্রীর মুখ বসিয়ে ভাইরাল করে দেওয়া হয়। 


এবার সামান্থার ভুয়ো ছবি ভাইরাল, অভিনেত্রীর পাশে দাঁড়ালেন নেটিজেনরা


সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী যেখানে তিনি 'ফার ইনফ্রারেড সৌনা থেরাপি'র উপকারিতা ব্যাখ্যা করেন। এরপরই অভিনেত্রীর মুখ বসানো একটি ভুয়ো ছবি অনলাইনে ছেড়ে দেওয়া হয়, দাবি করা হয় ওই নির্দিষ্ট ছবিটি পোস্ট করে নাকি মুছে দেন অভিনেত্রী। 


অনুরাগীরা যদিও অত্যন্ত দ্রুততার সঙ্গেই ধরে ফেলেন যে ওই ভাইরাল হওয়া ছবিটি ভুয়ো। একটি ফ্যান অ্যাকাউন্ট থেকে পোস্ট করে লেখা হয়, 'সাইবার ক্রাইমের একটি অভিযোগ দায়ের করা হয়েছে প্রায় ৩০টিরও অধিক এক্স হ্যান্ডলের বিরুদ্ধে যেগুলি থেকে ক্রমাগত সামান্থার ভুয়ো ও মর্ফড ছবি পোস্ট করা হচ্ছিল।'


 






অপর একজন নেটিজেন লেখেন, 'এক মহিলা যিনি শক্তিশালী হয়ে তাঁর শরীরকে অসুস্থতা থেকে সুস্থ করার চেষ্টা করছেন এবং এই জাতীয় স্বাস্থ্য সচেতনতা প্রচার করছেন। এই তথাকথিত সস্তার ছবিতে তাঁর ইনস্টা আইডি নামের কোনও প্রমাণ নেই যেগুলি শেয়ার করা হচ্ছে। ভুয়ো এগুলো, বন্ধ করুন। আমি সামান্থার পাশে রয়েছি।' অনেকেই লেখেন, এভাবে অভিনেত্রীর বদনাম করা উচিত নয়। 


 






যে পোস্টটি অভিনেত্রী সত্যি করেন, সেখানে তাঁকে একটি সাদা তোয়ালে জড়িয়ে 'ফার ইনফ্রারেড সৌনা থেরাপি' করাতে দেখা যায়। সেখানে তিনি এই থেরাপির উপকারিতাও লেখেন বিস্তারে।  



আরও পড়ুন: Angry Rantman: ম্যাচের দিন প্রয়াত ইউটিউবার 'Angry Rantman' ওরফে অভ্রদীপ সাহাকে শ্রদ্ধা চেলসির


সম্প্রতি সামান্থা রুথ প্রভু তাঁর ডেবিউ তেলুগু ছবির ঘোষণা করেন যাঁর নাম এখনও পর্যন্ত 'বাঙ্গারাম' ঠিক হয়েছে। ২০২৫ সালে এই ছবির প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। তাঁকে 'সিটাডেল'-এর ভারতীয় সংস্করণ 'সিটাডেল: হানি বানি'তে দেখা যাবে বরুণ ধবনের বিপরীতে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।