মুম্বই : যেদিন থেকে অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে জানিয়েছেন, সেদিন থেকে অভিনেত্রী সামান্থা রথ প্রভুর (Samantha Rath Prabhu) বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে তাঁর ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে। তিনি কেন বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, এবার তাঁর নামে মিথ্যা খবর রটানোর কারণে একাধিক ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন অভিনেত্রী সামান্থা রথ প্রভু। শুধু ইউটিউব চ্যানেলের বিরুদ্ধেই নয়, একজন আইনজীবীর বিরুদ্ধেও মানহানির মামলা করেছেন তিনি। খবর পাওয়া যাচ্ছে এমনটাই।


আরও পড়ুন Cruise Ship Drug Case: বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের ল্যাপটপ ও মোবাইল বাজেয়াপ্ত করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো


অভিনেতা নাগা চৈতন্য সঙ্গে বিবাহিত জীবনে যে একটা চিড় ধরেছে, তার গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। অভিনেত্রী সামান্থা রথ প্রভু যখন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে স্বামীর পদবী সরিয়ে দেন, তখন সেই গুঞ্জন আরও জোরালো হয়। চলতি মাসের শুরুর দিকে সমস্ত গুঞ্জনকে সত্যি প্রমাণ করে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন সামান্থা রথ প্রভু। একইরকমভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন নাগা চৈতন্যও। এরপর থেকেই দম্পতির ব্যক্তিগত জীবনে কেন ফাটল ধরল, তা নিয়ে সামান্থা রথ প্রভুর বিরুদ্ধে অন্য সম্পর্কে জড়িয়ে পড়া থেকে সন্তান না চাওয়ার একাধিক অভিযোগ উঠতে থাকে। যদিও সেই সমস্ত অভিযোগকে মিথ্যা দাবি করেছেন সামান্থা। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছিলেন যে, 'বিবাহবিচ্ছেদ খুবই যন্ত্রণাদায়ক একটা পদ্ধতি। এই যন্ত্রণাদায়ক পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য আমাকে সময় দিন। ব্যক্তিগতভাবে আমাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, তা খুবই দুঃখজনক। বলা হচ্ছে আমি অন্য কোনও সম্পর্কে জড়িয়েছি। আমি নাকি সন্তান চাইতাম না। এই সমস্ত রটনা একেবারেই মিথ্যে।'


আরও পড়ুন - Shammi Kapoor Birthday: শাম্মি কপূরই বদলে দিয়েছিলেন বলিউডকে, বলছেন নাসিরুদ্দিন শাহ থেকে আমির খান


সম্প্রতি একটি তথ্য প্রকাশ হয়েছে আইএএনএস-র পক্ষ থেকে। যেখানে জানানো হয়েছে যে, অভিনেত্রী সামান্থা রথ প্রভু সম্পর্কে বিকৃত তথ্য প্রকাশ করার কারণে সুমন টিভি, তেলুগু পপুলার টিভি এবং আরও কয়েকটি ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন অভিনেত্রী। চ্যানেলগুলিকে আইনি নোটিসও পাঠিয়েছেন সামান্থা। সেই তথ্যেই জানানো হয়েছে যে, শুধু উক্ত ইউটিউব চ্যানেলগুলিকেই নয়, বেঙ্কট রাও নামে এক আইনজীবীর বিরুদ্ধেও আইনি নোটিস জারি করেছেন সামান্থা। যদিও এই তথ্যের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।