মুম্বই : মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বৃহস্পতিবার তল্লাশি চালায় বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের বাড়িতে। তল্লাশির পর এনসিবির পক্ষ থেকে জানানো হয় যে, তদন্তের কারণে তাঁরা অভিনেত্রী অনন্যা পাণ্ডের মোবাইল ফোন এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করেছেন। তাঁরা অভিনেত্রীকে একটি সমনও পাঠিয়েছেন এই মর্মে যে, খুব শীঘ্রই আরিয়ান খানের সঙ্গে তাঁর হোয়াটস অ্যাপের চ্যাটের কথপোকথন নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
জানা গিয়েছে, মাদককাণ্ডে আরিয়ানের চ্যাটের সূত্র ধরে আরও এক অভিনেত্রীর বাড়িতে পৌঁছায় এনসিবি। বৃহস্পতিবার সকাল সকাল চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডের বান্দ্রার বাড়িতে ৫ ঘণ্টা ছিলেন তাঁরা। ৬ সদস্যের একটি টিম তাঁর বাড়ি থেকে কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করে নিয়ে যান।
আরও পড়ুন - Aryan Khan Update: মাদককাণ্ডে জেলবন্দি ছেলের সঙ্গে দেখা করলেন শাহরুখ খান
উঠতি নায়িকার সঙ্গে হোয়াটসঅ্যাপে মাদক নিয়ে কথা হত শাহরুখ-পুত্র আরিয়ান খানের, শাহরুখ-পুত্রের জামিনের বিরোধিতা করে আদালতে এমনই দাবি করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। আর এরইসঙ্গে ফের একবার খারিজ হয়ে গেল আরিয়ান খানের জামিনের আবেদন। বিশেষ NDPS আদালতে ছ’দিনের মধ্যে দু’বার খারিজ হল শাহরুখ-পুত্রের জামিনের আর্জি। এর আগে ১৪ অক্টোবর আরিয়ানের জামিন খারিজ করে আদালত।৮ অক্টোবর মুম্বইয়ের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আরিয়ান খান, তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার জামিনের আবেদন খারিজ করে। তার পর থেকেই জেলে রয়েছেন শাহরুখ-পুত্র। ২ অক্টোবর, ক্রুজ কর্ডেলিয়া মাদককাণ্ডে আরিয়ান খান-সহ ৮ জনকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তাদের দাবি, আরিয়ানের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে ছিলেন অনেক সেলেব-সন্তান।
আরও পড়ুন - Aryan Khan Update: মাদক মামলায় ২৬ তারিখ বম্বে হাইকোর্টে শাহরুখ-পুত্রের জামিনের শুনানি
এই ঘটনায় NCB এখনও পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে দু’জন নাইজেরিয়ার বাসিন্দা। বুধবার , এদিন আদালতে, উঠতি নায়িকার সঙ্গে মাদক নিয়ে আরিয়ানের হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। এই বিষয়ে তাঁদের কাছে প্রচুর তথ্য রয়েছে বলেও আদালতে দাবি করে NCB। এরপরই, আরিয়ানের জামিনের আবেদন খারিজ করে আদালত। বিশেষ NDPS আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আরিয়ানের আইনজীবী সতীশ মানশিন্ডে।