কলকাতা: সালটা ছিল ২০২১। সেই সময়ে হঠাৎ একদিন সন্ধেবেলা টিভির পর্দায় ঝলসে উঠেছিল খবরটা। মাদককাণ্ডে গ্রেফতার খোদ শাহরুখ খানের পুত্র। আরিয়ান খান (Aryan Khan)। ২০২১ সালের সেই ক্রুজ কর্ডেলিয়া কাণ্ডের পিছনে মুখ্যভূমিকায় যিনি ছিলেন, তিনি তৎকালীন এনসিবি (নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো) কর্তা সমীর ওয়াংখেড়ে। সেই সময়ে জেলে মাসখানেক কাটাতে হয়েছিল আরিয়ান খানকে। অভিযোগ ছিল, নিষিদ্ধ মাদক নিয়েছিলেন তিনি। নিষিদ্ধ মাদক নেওয়া হয় এমন পার্টিতে নাকি উপস্থিত ছিলেন তিনি। সেই সময়ে তাঁকে গ্রেফতার করে একেবারে চর্চায় চলে আসেন সমীর ওয়াংখেড়ে।
তবে সেই মামলায় প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যান আরিয়ান। এর পরে অভিযোগ ওঠে, সমীর ওয়াংখেড়ে নাকি টাকা চেয়ে পাঠিয়েছিলেন শাহরুখের কাছে। আঙুল তোলা হয় সমীর ওয়াংখেড়ের কাজের সত্যতা নিয়েও। সেই সময়ে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তবে শাহরুখ পুত্রের ওপর নজর সরেনি সমীর ওয়াংখেড়ের। শাহরুখ পুত্রের গতিবিধির ওপর এখনও নজর রয়েছে তাঁর। সদ্য বর্ষবরণের রাতে প্রকাশ্যে এসেছে আরিয়ান খানের একটি ভিডিও। বর্ষবরণের রাতের সেই ভিডিওতে দেখা যাচ্ছে, টলমল পায়ে পানশালা থেকে বেরোচ্ছেন আরিয়ান। এবার সেই বিষয় নিয়েই মুখ খুললেন সমীর ওয়াংখেড়ে।
বর্ষবরণের রাতে তারকা সন্তানদের উদযাপন নিয়ে প্রশ্ন করা হয়েছিল সমীরকে। সেখানে তিনি বলেন, 'অবশ্যই বর্ষবরণের রাতটা সবাই উদযাপন করেই কাটাবেন। তবে তরুণ প্রজন্মকে বুঝতে হবে বর্ষবরণের রাত মানেই মদ্য়পান করে নিজের শরীরের ক্ষতি করে নয়। মানুষ অবশ্যই আনন্দ করবে। কিন্তু কারও শরীরের ক্ষতি না করে।' অন্যদিকে, শেষ জন্মদিনে শাহরুখ খান ঘোষণা করেছিলেন, তিনি এবার সিগারেটের নেশা ছেড়ে দিচ্ছেন। শাহরুখ খান যে ধূমপায়ী ছিলেন, সেই কথা কে না জানে। কিন্তু সদ্য চলে যাওয়া জন্মদিনে শাহরুখ ঘোষণা করেছিলেন, তিনি সিগারেট ছেড়ে দিচ্ছেন। এই ঘটনা নিয়ে কথা বলতে বললে সমীর ওয়াংখেড়ে বলেন, কোনও এক্স ওয়াই জেড-কে নিয়ে তিনি মন্তব্য করতে চান না।
প্রসঙ্গত, শাহরুখ পুত্রের সেই ২০২১ সালের অধ্যায় এখন অতীত। পরিবারের সঙ্গে ফের স্বাভাবিক জীবনযাত্রা শুরু করেছেন তিনি। ইতিমধ্যেই একটি বিপণী সংস্থাও খুলে ফেলেছেন আরিয়ান। পাশাপাশি চলছে তাঁর কেরিয়ারের অন্যান্য দিকও।
আরও পড়ুন: Sonu Sood: একসময়ের ভাল বন্ধু, কিন্তু এখন কঙ্গনার সঙ্গে কথাও বন্ধ সোনু সুদের!