মুম্বই: মাতৃত্বের আগে এবং পরে, বরাবরই সব খুশির মূহূর্ত স্যোশাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সমীরা রেড্ডি।




মাত্র একমাস আগেই দ্বিতীয়বারের জন্য মা হয়েছেন সমীরা। সম্প্রতি ছোট্ট শিশুকন্যার সঙ্গে নিজের ইন্সটাগ্রামে ছবি শেয়ার করেছেন সমীরা। সঙ্গে লিখেছেন, ‘দ্বিতীয়বারের মাতৃত্বও সহজ ছিলনা কিন্তু এই আনন্দের তুলনা হয়না।’




সমীরা মেয়ের নাম রেখেছেন- নায়রা।




২০১৪ সালে আকাশ বান্দ্রের সঙ্গে বিয়ে হয় সমীরার।




চার বছরের এক পুত্রসন্তান আছে এই জুটির।




গত ১২ জুলাই কন্যাসন্তানের জন্ম দেন ‘রেস’ ছবির নায়িকা।  ভাই বোনের একটি মিষ্টি ছবিও শেয়ার করেছেন সমীরা।