নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের আক্রমণের জবাব দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। তাঁর ট্যুইট, ‘প্রিয় মালিকজি, আমার ট্যুইটের পরিপ্রেক্ষিতে আপনার দুর্বল জবাব দেখলাম। আমি কোনও শর্ত ছাড়াই জম্মু ও কাশ্মীরে গিয়ে মানুষের সঙ্গে দেখা করার বিষয়ে আপনার আমন্ত্রণ গ্রহণ করছি। কবে যাব?’

গত কয়েকদিন ধরেই জম্মু ও কাশ্মীরের রাজ্যপালের সঙ্গে প্রাক্তন কংগ্রেস সভাপতির বাগযুদ্ধ চলছে। রাহুল অভিযোগ করেন, উপত্যকায় হিংসা বন্ধ হচ্ছে না। পাল্টা তাঁকে কটাক্ষ করে সত্যপাল বলেন, তিনি বাস্তব পরিস্থিতি দেখতে আসার জন্য বিমান পাঠাবেন। রাহুল একাধিক শর্ত দিয়ে এবং বিরোধী নেতাদের নিয়ে গিয়ে উপত্যকায় অস্থিরতা তৈরি করতে চাইছেন বলেও অভিযোগ করেন সত্যপাল। আজ তারই জবাব দিলেন রাহুল।

প্রাক্তন কংগ্রেস সভাপতির পাশে দাঁড়িয়ে সত্যপালকে আক্রমণ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। তাঁর ট্যুইট, ‘রাহুল গাঁধীকে জম্মু ও কাশ্মীরের রাজ্যপালের আমন্ত্রণ আন্তরিক ছিল না। সেটি মিথ্যা প্রচারের একটি মাধ্যম ছিল। রাহুল গাঁধীর শর্ত দেওয়ার কথা মিথ্যা। রাহুল গাঁধী সেনা জওয়ান সহ সবার সঙ্গে দেখা করার স্বাধীনতা চেয়েছেন। সেটা কী করে শর্ত দেওয়া হয়? একজন দর্শনার্থী কি সমাজের বিভিন্ন অংশের মানুষের সঙ্গে দেখা করা এবং সেনা জওয়ানদের কুশল জানতে চাওয়ার স্বাধীনতার আবেদন জানাতে পারেন না?’

কংগ্রেসের পক্ষ থেকেও সত্যপালকে আক্রমণ করে ট্যুইট করা হয়েছে, ‘রাজ্যপাল ডিগবাজি খাচ্ছেন। তিনিই বলেছিলেন, যে কেউ উপত্যকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে পারেন। তাঁর কথা রেখে বিভিন্ন দলের নেতাদের বিনা বাধায় জম্মু ও কাশ্মীরে যাওয়ার অনুমতি দেওয়া উচিত।’